বিনোদন ডেস্ক :বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ।তাঁরই প্রথম ছবির নায়িকা মৌসুমী।
বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি সালমান শাহ ও মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই জুটির প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ সুপারহিট ব্যবসা করে। কিন্তু চলচ্চিত্রে খুব বেশিদিন সময় পাননি সালমান শাহ। চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সফল ছবি। সালমান শাহের মৃত্যুর পর দেড় যুগ পার হয়েছে। এর পরও তাঁর প্রতি মানুষের ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। দিন যতই যাচ্ছে ততই যেন তাঁর প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে।
এইত ক'দিন আগেও মৌসুমী জানালেন, ‘সালমান আমার অনেক ভালো একজন বন্ধু। আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থপরতা ছিল না। আমরা একসঙ্গে অনেক বিষয় শেয়ার করতাম। সালমানের যে বর্ণাঢ্য জীবন তা নিয়ে ছবি নির্মাণের ইচ্ছেটা আমার অনেক দিনের। সিদ্ধান্তটি মোটামুটি চূড়ান্ত।
সালমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ছবিটি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে জানান মৌসুমী।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ