বিনোদন ডেস্ক: ভ্যাম্পায়ার, ওয়ারউলফের মতো শব্দ গুলির সঙ্গে হলিউড ছবির ভক্তরা খুব বেশি পরিচিত। টোয়ালাইট সাগা কিংবা ভ্যাম্পায়ার ডাইরিজের মতো গল্পে কল্পনার জগতের এইসব হিরো কিংবা ভিলেনদের আমরা দেখেছি।
এবার বলিউডের পর্দায় আসছে ওয়ারউলফের গল্প। মুক্তি পেল বরুণ ধাওয়ানের আসন্ন ছবি 'ভেড়িয়া'র টিজার। এই সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতী শ্যাননকে। শুক্রবার এই ছবির নির্মাতারা এই টিজার প্রকাশ করে ছবির ট্রেলার মুক্তির দিনও ঘোষণা করেন।
বরুণ ইনস্টাগ্রামে এই টিজার পোস্ট করে জানিয়েছেন যে ১৯ অক্টোবর ছবির ট্রেলার সামনে আনা হবে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 'ভেড়িয়া'র পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। এই সিনেমায় দেখা বরুণ ও কৃতী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দীপক ডোবরিয়াল। বরুণ-কৃতী অভিনীত 'ভেড়িয়া' আসলে একটি হরর-কমেডি সিনেমা।
টিজারের শুরুতেই আলো আঁধারি কালো ঘন জঙ্গল, ভিএফএক্স সহ নেকড়ের ঝলক দেখা গিয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে, রাতের আঁধারে ঘন জঙ্গলে তাড়া খেয়ে পালাচ্ছেন বরুন! তবে এই টিজারে বরুণ ধাওয়ান বা কৃতী শ্যাননের সম্পূর্ণ দেখা মেলেনি। এই সিনেমার টিজার শেয়ার করে বরুণ ধাওয়ান লিখেছেন, 'প্রাতঃরাশে মানুষই হবে তার খাদ্যবস্তু।'