রবিবার, ০২ অক্টোবর, ২০২২, ০৮:২৫:০২

এবার মুখ খুললেন শাকিবের ছবির প্রযোজক, চাইলেন জাতির কাছে ক্ষমা

এবার মুখ খুললেন শাকিবের ছবির প্রযোজক, চাইলেন জাতির কাছে ক্ষমা

বিনোদন ডেস্ক : গত শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দু’জনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেন। শোবিজ অঙ্গন থেকে সারাদেশ এই খবরে মেতে থাকলেও বুবলী ও শাকিব নিজেদের মতো কাজ করে যাচ্ছেন, করেছেন শুটিংও। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তারা।

এর আগে, বুবলীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুবলীর সন্তানের ডাকনাম বীর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘বীর’ ছবির নামটিই ছেলের নাম হিসেবে বেছে নেন শাকিব। 

জানা গেছে, শাকিব খানের বিপরীতে ‘বীর’ সিনেমায় অভিনয়ের সময়ই অ'ন্তঃস'ত্ত্বা হন বুবলী। এ ঘটনা প্রকা'শ্যে আসার পর এবার মুখ খুলেছেন ‘বীর’ সিনেমার প্রযোজক মো. ইকবাল। 

তিনি গণমাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছেন। ইকবাল বলেন, ‘অপু বিশ্বাস ও শাকিবের ব্যাপারে গণমাধ্যমে এসে আমি একতরফাভাবে শাকিবের পক্ষ নিয়েছিলাম। এখন আমি জাতির কাছে স্যরি বলতে চাই।’

শাকিবের সন্তানের মা বুবলী এ কথা জানার পরও কেন চুপ ছিলেন? এ বিষয়ে প্রযোজক ইকবাল বলেন, ‘শাকিব খান ও বুবলীর ঘটনা আমি জানি সিনেমার শুটিং শেষ হওয়ার ৪-৫ দিন আগে থেকেই। তবে কাউকে বলতে পারিনি। আমাদের আসলে ইন্ডাস্ট্রির তারকাদের হাতে সবসময় জি'ম্মি থাকতে হয়। বিশেষ করে যদি তারা বড় মাপের তারকা হন। এ জন্য অনেক সময় অনেক কথা জানা সত্ত্বেও আমরা মুখ খুলতে পারি না। দেখেও না দেখার ভান করে থাকি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে