শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৭:১৫:৩২

একটি ছবি নিয়ে দুই কিংবদন্তীর পাল্টাপাল্টি ট্যুইট

একটি ছবি নিয়ে দুই কিংবদন্তীর পাল্টাপাল্টি ট্যুইট

বিনোদন ডেস্ক : ভারতের আহমেদাবাদে রাস্তার পাশে দেয়ালে আঁকা একটি ছবিকে ঘিরে অকল্পনীয় ট্যুইট বিনিময়ের ঘটনা ঘটালো ভারতী দুই কিংবদন্তীর মাঝে। অবশ্য এই ট্যুই শুধু মাত্র তাদের দুইজনের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, এই ট্যুই বিনিময়ে জড়িয়ে পড়েছেন তাদের ভক্তরাও। সাধারণ একটি ছবিকে ঘিরে এরকম ট্যুইট বিনিময়ের ঘটনা সত্যিই অকল্পনীয়।

আহমেদাবাদের সেই দেয়ালে আঁকা ছিল ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকার, অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকারের ছবি। সেই ছবির উপরে আবার জাফরানী, সাদা ও সবুজ রঙের স্ট্রিপ আঁকা রয়েছে। আর সেই ছবিটিই ট্যুইটারে পোস্ট করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সাথে লেখে দিয়েছেন, তিনি এখানকার অন্তর্ভুক্ত নন।

কিন্তু অমিতাভের এ মন্তব্যের সাথে একমত হতে পারেন নি তার ট্যুইটার ফ্যানরা। তবে এই বিষয়ে সবচেয়ে উৎসাহজনক সাড়া এসেছে দেয়ালে থাকা তিন কিংবদন্তীর একজন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের কাছ থেকে। তিনি রিট্যুইট করেন, এখানে শুধু একজন ব্যক্তি আছেন যিনি আর কাজে নেই। অর্থাৎ অসরে চলে গিয়েছেন। কারণ তিনি ২০১৩ সালে সবধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর একথাই অমিতাভ বচ্চনকে স্বরণ করিয়ে দিলেন তিনি। সূত্র : এনডিটিভি
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে