সোমবার, ০৩ অক্টোবর, ২০২২, ০৩:৪৫:২৮

নজর কেড়েছে ছোট্ট বীর, হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার

নজর কেড়েছে ছোট্ট বীর, হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। 

অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন তারা। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা। এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন বীর।

সন্তানের ছবি ও তার পিতৃপরিচয় প্রকাশ করার দিনেই ছেলের (শেহজাদ খান বীর) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ চালু করলেন আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।  আর তারপর থেকেই তার পেজে হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার। ইতোমধ্যে পেজটিতে ৬২ হাজার লাইক ও ৬৯ হাজার ফলোয়ার ছাড়িয়েছে। 

গতকাল রোববার (২ অক্টোবর) দুপুরে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের নতুন দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নীল পাঞ্জাবি, ধূসর কটি ও টুপি পরা লুকে নেটিজেনদের নজর কেড়েছে ছোট্ট বীর। বুবলী লিখেছেন, আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দয়া করে, তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে