বিনোদন ডেস্ক : শাকিব-বুবলী ইস্যুতে সরগরম চলচ্চিত্রপাড়া। গত ৩০ সেপ্টেম্বর ছবি শেয়ার করে জানিয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অপু-শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন শবনম বুবলী।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হালের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন। একই সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের জন্মগ্রহণের তারিখও জানান।
আজ বিকাল সাড়ে ৫টায় বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি স্থিরচিত্র পোস্ট করে লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্বরণীয় দুটো তারিখ
২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০ # our marriage date & our son’s birth. Pictures were taken at Times Square, USA. Please everyone keep us in your prayers!