সোমবার, ০৩ অক্টোবর, ২০২২, ১০:২০:৫১

এবার ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের জন্য অমির ‘ব্যাচেলর ফুটবল’

এবার ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের জন্য অমির ‘ব্যাচেলর ফুটবল’

বিনোদন ডেস্ক : দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর রমজান’ ও ‘ব্যাচেলর কুরবানি’ নাটকের তুমুল জনপ্রিয়তার পর এবার দর্শক চাহিদা বিবেচনায় রেখে নিয়ে আসছেন ব্যাচেলর ফুটবল।

আসন্ন কাতার বিশ্বকাপকে ঘিরে নির্মাণ হচ্ছে এ নাটক। এরই মধ্যে এ নাটকের নাম জানিয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ এ নির্মাতা। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’।

সোমবার (৩ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটকটির শুটিংয়ের একটি ছবিও প্রকাশ করেন তিনি।

এ ছবিতে দেখা যাচ্ছে, তারকাদের ‘ব্রাজিল ও আর্জেন্টিনা’ দুটি দলে বিভক্ত করা হয়েছে। ব্রাজিল দলের নেতৃত্বে রয়েছেন জিয়াউল হক পলাশ। এছাড়া আর্জেন্টিনা দলের কাণ্ডারি মিশু সাব্বির। রেফারির ভূমিকায় নির্মাতা নিজেই। চারদিন ধরে চলেছে নাটকের শুটিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে