বিনোদন ডেস্ক : দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর রমজান’ ও ‘ব্যাচেলর কুরবানি’ নাটকের তুমুল জনপ্রিয়তার পর এবার দর্শক চাহিদা বিবেচনায় রেখে নিয়ে আসছেন ব্যাচেলর ফুটবল।
আসন্ন কাতার বিশ্বকাপকে ঘিরে নির্মাণ হচ্ছে এ নাটক। এরই মধ্যে এ নাটকের নাম জানিয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ এ নির্মাতা। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’।
সোমবার (৩ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটকটির শুটিংয়ের একটি ছবিও প্রকাশ করেন তিনি।
এ ছবিতে দেখা যাচ্ছে, তারকাদের ‘ব্রাজিল ও আর্জেন্টিনা’ দুটি দলে বিভক্ত করা হয়েছে। ব্রাজিল দলের নেতৃত্বে রয়েছেন জিয়াউল হক পলাশ। এছাড়া আর্জেন্টিনা দলের কাণ্ডারি মিশু সাব্বির। রেফারির ভূমিকায় নির্মাতা নিজেই। চারদিন ধরে চলেছে নাটকের শুটিং।