শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৮:১৪:৩২

পাত্রী দেখার পরই বিয়ে ভেঙে যায় সালমান খানের!

পাত্রী দেখার পরই বিয়ে ভেঙে যায় সালমান খানের!

বিনোদন ডেস্ক : বয়সতো আর কম হয়নি এবার একটা বিয়ে করা দরকার। আর তাই একের পর এক পাত্রী দেখে যাচ্ছেন সালমান খান। কিন্তু পাত্রী দেখলে কি হবে? পাত্রী দেখে আসার পর কিভাবে যেন বিয়েটা ভেঙে যায়। এ নিয়ে খুবই অভিমান হয় এই গল্পের প্রধান চরিত্র সালমান খানের। এমনত অবস্থায় কি করবে সে? এই নিয়ে দুচিন্তায় পড়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেয় কাউকে না জানিয়ে এবার নিজের বিয়ে নিজেই সেরে আসবেন।

যেই কথা সেই কাজ। নিজের সিদ্ধান্ত অনুযায়ি বিয়েও সেরে নিলেন। কিন্তু তারপর থেকে শুরু হল আরেক মজার ঘটনা। এমন সব মজার ঘটনা নিয়ে পরিচালক প্রজ্ঞা নীহারিকা ‘সালমান খানের বিয়ে’ নামে একটি কমেডি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন। এ নাটকটির গল্প এবং চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।

ইতোমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে গাজীপুরের পূবাইলে। ‘সালমান খানের বিয়ে’ নাটকটিতে সালমান খানের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। তিনি ছাড়া আরো অভিনয় করছেন ফারহানা মিলি, আরফান, কাজী উজ্জল, সীমানা, শিখা মৌ, কোহিনূর, ফারুক আহমেদ, রাজুসহ আরও অনেকে। তবে নাটকটিতে আরো বেশ কিছু জনপ্রিয় কিছু মুখ আসবে বলে জানা যায়। নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হলে একটি বেসরকারি টিভি চ্যানেরে প্রচারিত হবে।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে