শুক্রবার, ০৭ অক্টোবর, ২০২২, ০৬:২৪:১১

বক্স অফিসের ইতিহাস গড়ার পথে মণি রত্নমের সিনেমা

বক্স অফিসের ইতিহাস গড়ার পথে মণি রত্নমের সিনেমা

বিনোদন ডেস্ক: মণি রত্নমের সিনেমা বলে কথা। তার কোনও ছবিই আজ পর্যন্ত হতাশ করেনি অনুরাগীদের। এবারেও অন্যথা হল না। সিনেমা সমালোচক থেকে সাধারণ দর্শক, সকলের প্রশংসা কুড়িয়েছে 'পোন্নিয়্যান সেলভান'। 

ইতিবাচক সমালোচনাই দর্শকদের হলমুখী করছে। ঐশ্বরিয়া থেকে জয়ম রবির অভিনয় দেখতে সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। যার জেরে মাত্র ৭ দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটির বেশি ব্যবসা করল 'পোন্নিয়্যান সেলভান'।  

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুসারে, ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ছবিটি বিশ্বজুড়ে ৩৫০ কোটি আয় করেছে। শুধু ভারতেই ১৭২ কোটির ব্যবসা করেছে মণি রত্নমের সিনেমা। পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি, সব রাজ্যেই দুর্দান্ত সাড়া ফেলেছে। 

উল্লেখ্য, তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস 'পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে তৈরি হয়েছে মণি রত্নমের ছবিটি। তার প্রথম পার্ট মুক্তি পেল দুর্গাপুজোর আবহে। ছবিতে দক্ষিণের রানি নন্দিনীর ভূমিকায় দেখা গেছে রাই সুন্দরীকে। 

নবম শতকে দক্ষিণে রাজত্ব করেছেন চোল রাজারা। সেই চোল সাম্রাজ্যের কাহিনি ফুটে উঠেছে মণি রত্নমের ছবিতে। ছবিতে খলনায়িকার চরিত্রেও দেখা যাবে ঐশ্বরিয়াকে। মাত্র ৭ দিনেই যে আয় তাতে বক্স অফিসের ইতিহাস গড়ার পথে মণি রত্নমের সিনেমা।

এই তামিল ফিল্ম ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশে সেলভান চরিত্রে জয়ম রবি, ভান্ধিয়াথেভান চরিত্রে কার্তি, কুন্ধভাই চরিত্রে তৃষা কৃষ্ণান, আদিত্য করিকালান চরিত্রে চিয়ান বিক্রমের অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে