বিনোদন ডেস্ক : সম্পর্ক বিচ্ছেদের পর তারা একে অন্যের মুখও দেখতে চাইছেন না! ক্যাটরিনার সঙ্গ ছেড়ে রণবীর কাপুর তার গাড়ি আর বাইক নিয়ে চলে গিয়েছেন অন্য ঠিকানায়। কিন্তু তার পরেও যেন শান্তিতে থাকতে পরছেন না এ নায়ক। ক্যাটরিনা কাইফের জন্য আর্থিক দিক থেকে লোকসানের মুখে পড়েছেন তিনি! তেমন খবরই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে।
অনুরাগ বসুর পরিচালনায় 'জগ্গা জাসুস' ছবিতে অভিনয় করছেন রণবীর আর ক্যাটরিনা এ কথা সবারই জানা রয়েছে। সমস্যা হল, সেই ছবির সূত্র ধরেই এবার আর্থিক দিক থেকে চাপে রয়েছেন রণবীর। অনুরাগ বসুর সঙ্গে তিনিও ছবিটার প্রযোজনার দায়িত্বে রয়েছেন। ফলে, এর মধ্যেই ছবিটা নিয়ে তার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে।
কেন না, সেই ২০১২ সালে 'বরফি' সিনেমাটি তৈরির পর থেকেই কাজ চলছে 'জগ্গা জাসুস'-এর! কিন্তু, ছবির কাজ শেষ হওয়ার যেন নামই নেই! ফলে, একটানা লোকসানের মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছেন রণবীর। বলেই দিয়েছেন, এই ছবিটা শেষ হয়ে গেলে তিনি আর অনুরাগ বসুর সঙ্গে কাজ করবেন না!
অন্য দিকে, ছবিটার কাজে সময় দেয়া নিয়ে ব্রেক-আপের পর থেকে টালবাহানা শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। প্রথমে তারা ঠিক করেছিলেন, সম্পর্কের তিক্ততা পেশাদারিত্বের মধ্যে আনবেন না। সেই মতো ঠিক ছিল, ছবির শুটিংয়ের জন্য মরক্কো যাচ্ছেন তারা!
কিন্তু, এখন বেঁকে বসেছেন ক্যাটরিনা কাইফ! প্রথমে 'ফিতুর' সিনেমায় সময় দেয়ার জন্য আর এখন সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে কিছুতেই শুটিংয়ে আসতে চাইছেন না ক্যাটরিনা! তার কারণে পানির মতো টাকা নষ্ট হচ্ছে রণবীরের! দেখা যাক, কত দিনে এই সমস্যার হাত থেকে নিষ্কৃতি পান নায়ক!
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই