বিনোদন ডেস্ক : ফ্র্যাঙ্ক অ্যাবাগনেল জুনিয়র, হাওয়ার্ড হিউজ, হুগো গ্লাস, ডিম ক্যারল, জর্ডন বেলফোর্ট — নামগুলি কি চেনা চেনা লাগছে? যাদের কাছে পরিচিত মনে হচ্ছে না তাদের বলি, এই সব ঐতিহাসিক চরিত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। উপরের নামগুলির সঙ্গে আরও একটি নাম সম্প্রতি যুক্ত করা যেতে পারে। তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একটি জর্মান পত্রিকাকে দেওয়া সক্ষাত্কারে লিও বলেছেন, 'পুতিনের চরিত্রে অভিনয় করা খুব খুব খুব ইন্টারেস্টিং হবে। আমি তার চরিত্রে অভিনয় করতে ভীষণ ভাবে আগ্রহী।' জীবনে অনেক পুরষ্কার জিতলেও কখনও অস্কার জেতা হয়নি লিওনার্দো-র। এ নিয়ে আক্ষেপও করেছেন 'টাইটানিক' ছবিতে তার নায়িকা নায়িকা হিসেবে অভিনয় করা কেট উইন্সলেট-এর। তবে লিও কি আদৌ আক্ষেপ করেছেন? সম্ভবত করেন না। কারণ তিনি কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে পুরষ্কার নিয়ে ভাবার সময় তার নেই।
যার চরিত্রে অভিনয় করতে এতটা মুখিয়ে রয়েছেন লিও, সেই পুতিন তার সম্পর্কে কি ভাবেন জানেন? 'একজন সত্যিকারের পুরুষ'। ২০১০ সালে সাইবেরিয়ার বাঘ সংরক্ষণ নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন লিওনার্দো তত্কালীন প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে দেখা করতে। বেশ কষ্ট করেই তাকে পৌঁছতে হয়েছিল রাশিয়ায়। এত বাধা অতিক্রম করে তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোয় পুতিন তাকে অনেক ধন্যবাদ জানান। তা ছাড়া অনেকেই জানেন না, লিওনার্দোর দাদা এবং দাদিমা দু' জনেই রাশিয়ান ছিলেন। আর এখনকার অভিনেতাদের দিকে তাকালে এ কথা নিঃসন্দেহে বলা যায়, পুতিনের চরিত্রে অভিনয় করার জন্য লিওনার্দোর থেকে ভালো অভিনেতা হয়তো আর একজন খুজে পাওয়া যাবেনা।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই