শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১১:২৭:৫৪

সাত পাঁকে বাধা পড়ছেন রাভিনা ট্যান্ডনের মেয়ে

সাত পাঁকে বাধা পড়ছেন রাভিনা ট্যান্ডনের মেয়ে

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার এক কালের দাপুটে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ছোট মেয়ে ছায়া সাত পাঁকে বাধা পড়তে চলেছেন। ২৯ বছর বয়সী ছায়ার বিয়ে হচ্ছে ভারতের গোয়াতে। নববধূকে বিয়ের মঞ্চে নিয়ে যাওয়া দায়িত্বটা ৪১ বছর বয়সী অভিনেত্রী রাভিনা নেজেই পালন করেবেন।  ১৯৯৫ সালে অবিবাহিত থাকা কালিন রাভিনা দুটি কন্যা শিশুকে দত্তক নেন। তাদের মধ্যে ছোট মেয়ে ছায়ার বয়ত ছিল তখন মাত্র আট বছর।

টুইটারে মেয়ের বিয়ের খবর দিয়ে নিজের আনন্দ ভাগ করে নেন এই অভিনেত্রী। লেখেন ‘গোয়ায় আমার মেয়ের বিয়ের জন্য যাচ্ছি। সপ্তাহটা ধুম ধাম করে উৎসবের ভেতর দিয়েই কেটে যাবে।’

ছায়ার হবু জীবনসঙ্গী ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় হিন্দু-ক্যাথলিক রীতিতে বিয়ে হবে রাভিনি কন্যা ছায়ার। এমনটাই জানিয়েছেন রাভিনার ঘনিষ্ট এক সূত্র।

প্রসঙ্গত, দত্তক নেয়া সন্তানদ্বয়ের মধ্যে জেষ্ঠ্য কন্যা পূজার বিয়ে হয়েছে ২০১১ সালে। পরে রাভিনা বিয়ে করেন অনিল থাডানিকে। সেই সংসারে রভিনা-অনিল থাডানির দুই সন্তান রয়েছে।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে