শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১১:৪১:২১

ট্যুইটারে বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন বাহুবলীর নায়ক!

ট্যুইটারে বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন বাহুবলীর নায়ক!

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাহুবলীর নায়ক প্রভাস। রাজি নায়ক প্রভাসের বাড়ির লোকজনও! সব ঠিক থাকলে ২০১৬ সালের শেষ দিকেই গাঁটছড়া বাঁধবেন তিনি! সমস্যা শুধু একটাই- এখনও পর্যন্ত বিয়ের জন্য পছন্দসই মেয়ে খুঁজে পাননি বাহুবলী।

কথাটা জানতে পেরেই প্রভাসের জন্য একটা পাত্রী চাই বিজ্ঞাপন ট্যুইটারে পোস্ট করেছেন ভল্লদেব। সুন্দর ভাবে বিজ্ঞাপনটায় লিখে দিয়েছেন রানা ডাগ্গুবাতি, কেমন মেয়ে হলে চলবে বাহুবলীর!

বিজ্ঞাপনের প্রথমে পাত্রের একটা বর্ণনা দিয়েছেন রানা। লিখেছেন, ৩৬ বছর বয়সী যোদ্ধার জন্য পাত্রী চাই। ডাকসাইটে উপজাতি দলের নেতাও সে। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। খুবই সুন্দর গড়ন- বাড়ির সব ভারি জিনিস তুলতে পারবে! পছন্দসই মেয়ে পেলে পাহাড়ে চড়তেও দ্বিধা করবে না, তবে ছুঁকছুঁকুনি বাতিক নেই! খুব ভাল ছদ্মবেশ নিতে পারে- পাত্রীকেও বিয়ের দিন নিজেই মেক-আপ করাতে পারবে!

তার পরেই এসেছে কেমন মেয়ে চাই, তার বিবরণ! এক এক করে পয়েন্ট-সহ গছিয়ে সে কথাও লিখেছেন রানা।

• মেয়েকে এতটাই সুন্দরী আর আকর্ষণীয় হতে হবে যে তার জন্য পাহাড়, জঙ্গল, উপত্যকা এক করে ফেলা যায়!
• মেয়েকে প্রাথমিক পর্যায়ের হলেও তরোয়াল চালানো, তীর ছোঁড়া আর মল্লযুদ্ধ জানতে হবে!
• শাশুড়ির প্রতি শ্রদ্ধা থাকাটা আবশ্যক, যিনি আপাতত অপরিসীম যন্ত্রণায় কয়েদ খানায় আটকে রয়েছেন!
• ঘরের কাজের পাশাপাশি যুদ্ধেও বুদ্ধি দিয়ে সাহায্য করতে হবে!

এ ধরণের বিজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে হুলুস্থুলু! সবাই জানতে চাইছেন, কোন ঠিকানায় দরখাস্ত করতে হবে!
তার জন্য তিনটে মেল-আইডিও বিজ্ঞাপনের সঙ্গে লিখে দিয়েছেন রানা। সেগুলো হল: [email protected], [email protected] এবং [email protected]। দেখা যাক, কেমন মেয়ে বেছে নিতে পারেন বাহুবলী!
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে