বিনোদন ডেস্ক : নতুন বছরে শাকিব খান অভিনীত বেশ কয়েকটি আলোচিত ছবি মুক্তি পেতে যাচ্ছে। যেগুলোতে শাকিব খানকে তার ভক্তরা নতুনরূপে দেখবেন বলেই আগে থেকে ধারণা করে আসছেন।
ছবিগুলোর মধ্যে ‘মেন্টাল’, ‘সম্রাট’, ‘সত্ত্বা’ ও ‘রাজনীতি’ অন্যতম। এরই মধ্যে ইন্টারনেট দুনিয়ায় ছবিগুলোতে নতুন লুকের শাকিব খান নিয়ে উঠছে প্রশংসা ও আলোচনার ঝড়।
দর্শকরা মনে করছেন ছবিগুলোতে গল্পের উপস্থাপনা এবং নির্মাণশৈলীর দিক থেকে শীর্ষে উঠার রেসের ঘোড়ায় এ বছরও শাকিব খানকে এগিয়ে রাখবে। কিন্তু নতুন বছরের শুরুতেই এ নায়কের ‘রাজা-৪২০’ সিনেমার ট্রেলার প্রকাশের পরই শাকিব ভক্তদের মাঝে যেন হতাশা ঘিরে ধরল। এতো সেই পুরনো শাকিবই! এছাড়াও ছবির ট্রেলারে গল্পে কোনো নতুনত্বও চোখে পড়েনি।
যদিও এর আগে ঢালিউডের এ নায়ক নিজেকে আগের বৃত্ত থেকে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন। এমনকি সংখ্যা নয়, মানসম্মত ছবির দিকেই নজর বেশি থাকবে বলেও বলেছিলেন। কিন্তু নতুন বছরের মুক্তি পেতে যাওয়া ‘রাজা-৪২০’ ছবিতে তার কিছুই চোখে পড়বে না বলে মনে হচ্ছে। বছরের শুরুতেই নতুন ছবির ট্রেলারে পুরনো বৃত্তেই দেখা গেল শাকিবকে। বর্তমানে ঢালিউডের ব্যস্ত নায়কের তকমা গায়ে পরে আছেন তিনি।
সম্প্রতি ‘পাঙ্কু জামাই’ নামের একটি ছবির শুটিং করছেন। এরপরই প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন। এছাড়াও নতুন একটি সিনেমায় শুটিং করতে অস্ট্রেলিয়ার যাওয়ার জন্যও ব্যাগ গোছাচ্ছেন এ তারকা। এখন দেখার বিষয় নতুন বছরে কতটা পুরনো বৃত্ত থেকে বের হয়ে আসতে পারে শাকিব খান। - যুগান্তর
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি