বিনোদন ডেস্ক : এতদিন যৌথ প্রযোজনার ছবিতেই কলকাতার শিল্পীদের বেশি দেখা যেত। যৌথ প্রযোজনার ছবির পর এবার বাংলাদেশী প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ।
সাধারণত যৌথ প্রযোজনার সেসব ছবিতে দেশীয় শিল্পীদের উপেক্ষা করার প্রবণতা এতদিন দেখা গেলেও এবার সরাসরি বাংলাদেশী ছবিতেই দেশীয় শিল্পীদের উপেক্ষা করে কেন্দ্রীয় চরিত্রে কলকাতার শিল্পীদের কাস্ট করা হয়েছে।
সম্প্রতি মহরত হওয়া ‘ভুবন মাঝি’ নামে একটি ছবিতে দেখা যাবে পরমব্রত ও অপর্ণাকে। ছবিটি পরিচালনা করছেন ফখরুল আবেদিন। তাও আবার আমাদের মহান মুক্তিযুদ্ধকে ঘিরে ছবির গল্প তৈরি হয়েছে।
একজন বাউল মুক্তিযোদ্ধার জীবনের গল্পই ছবিতে ফুটে উঠবে বলে জানিয়েছেন পরিচালক। মহরত অনুষ্ঠানে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসেন পরমব্রত। সরকারি অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি