রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ০১:০৪:৫৯

অতীতের গোপন কথা ফাঁস করলেন মাধুরী

অতীতের গোপন কথা ফাঁস করলেন মাধুরী

বিনোদন ডেস্ক: ‘বাড়িতে বসে সংসার সামলাও’, মা হওয়ার পর এমনটাই বলা হয়েছিল মাধুরী দীক্ষিতকে। এতদিন পর সেকথা জানান বলিউডের ডান্সিং ডিভা। তবে সেই কথা মতো কাজ তিনি করেননি। ছাড়েননি নিজের সফল কেরিয়ার।

কয়েক বছর বিরতি নিলেও গ্ল্যামার দুনিয়ায় স্বমহিমায় ফিরেছেন নায়িকা। কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে মাধুরীর নতুন ছবি ‘মাজা মা‘। তার জন্য এক সাক্ষাৎকার দিতে গিয়ে অতীতের গোপন কথা ফাঁস করলেন মাধুরী। 

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাধুরী। তারপর সময়ের সঙ্গে বলিউডের ‘মোহিনী’  হয়ে ওঠেন তিনি। একের পর এক ব্লকবাস্টার বলিউডকে উপহার দিয়েছেন মাধুরী। কেরিয়ারের মধ্যগগনেই ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করেন তিনি। 

তারপর বেশ কিছুদিন আমেরিকায় ছিলেন। সেখানেই মাধুরীর দুই ছেলের জন্মের হয়। এরপরই ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেন বলিউডের ‘ডান্সিং ডিভা’। তবে এই কামব্যাকের আগেই মাধুরীকে কথা শুনতে হয়েছিল। অভিনেত্রীর কথায়, “এটাই সবসময় হয়। নানা মানুষের নানা মত থাকে। মা হওয়ার পরও কেন নাচ করছি?

সেই প্রশ্ন করা হয়েছিল। কেরিয়ার ছেড়ে বাড়িতে বসে সংসারে মন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আমি মনে করি আমরা সবদিকই ভালভাবে সামলাতে সক্ষম। বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি সংসারও দিব্যি সামলে দিই।” অনেকেই ‘হাউস ওয়াইফ’দের খাটো ভাবেন। এই রক্ষণশীল চিন্তায় মাধুরীর আপত্তি রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে