বিনোদন ডেস্ক : টালিগঞ্জের সিনেমায় এক নতুন হিরো সূর্যদ্বয়। সদ্য মুক্তি পাওয়া ‘বেপরোয়া’ ছবিতে মূখ্য ভূমিকায় সূর্য। আর তার বিপরীতে আছেন পাপড়ি। এই পাপড়ি অবশ্য নতুন নন। এর আগে এই বাঙালি অভিনেতা অভিনয় করেছেন দক্ষিণী ছবিতে। তবে এটাই তার প্রথম বাংলা ছবি। প্রযোজক ও পরিচালক পীযূষ সাহার হাত ধরে তার অভিষেক।
এর আগেও পীযুষ বাংলা ছবিতে পরিচিত করিয়েছেন নতুন নায়ক বা নায়িকাকে। যেমন তার ‘বাজিমাত’ ছবিতে তিনি প্রথম নায়কের ভূমিকায় এনেছিলেন সোহমকে। এই ছবিতেই প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন শুভশ্রীও। ‘কেল্লাফতে’ ছবিতে নায়কের ভূমিকায় প্রথম দেখা গিয়েছিল অঙ্কুশকে। সেরকমই এই ‘বেপরোয়া’ ছবিতেও নতুন নায়ক সূর্য।
‘বেপরোয়া’ ছবির প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের হলদিয়া। সেখানে পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়েছে সূর্য। কর্মস্থলে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় সূর্য। কলেজে কলেজে ছাত্র রাজনীতির নামে অরাজকতা। চিট ফান্ডে বিনিয়োগ করে নিঃস্ব অসংখ্য মানুষ। রাজনৈতিক নেতাদের কব্জায় পুলিশ। এই অবস্থাতেই অত্যাচারের পর খুন করা হয় নায়িকার পাপড়ির দিদিকে। লড়াই শুরু হয় সূর্যর। পশ্চিমবঙ্গের শহর ও মফস্সলের বিভিন্ন সিনেমা হলে এখন পুরোদমে চলছে ‘বেপরোয়া’।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি