শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:০৮

শুভ জন্মদিন নায়করাজ রাজ্জাক

শুভ জন্মদিন নায়করাজ রাজ্জাক

সীমান্ত প্রধান : বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৫ তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম আব্দুর রাজ্জাক।

নায়করাজের জন্মদিনে এমটি নিউজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্চা ও শুভ কামনা।

রাজ্জাক কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।

ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত।

এদিকে নায়ক রাজ্জাকের জন্মদিন উপলক্ষে তার পরিবারের কিছু একান্ত পরিকল্পনা তো ছিলই। এছাড়াও প্রিয় অভিনেতার জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে চেষ্টার কমতি ছিল না অনেকের।

এরমধ্যে চমক দেখিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তিনি বরেণ্য অভিনেতা রাজ্জাকের জন্মদিন উপলক্ষে একটি গানই তৈরি করেছেন। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও আঁখি আলমগীর।

‘তোমার আলোয় পৃথিবীটা আরও রঙিন হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্ন প্রদীপ জ্বালো’—এমন কথার এই গানটি লিখেছেন ওমর ফারুক।

নায়ক রাজ্জাকের জন্মদিন উদ্যাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শনিবার দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী আর কলাকুশলীরা উপস্থিত থাকবেন।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে