বিনোদন ডেস্ক : বলিউডে ফ্যাশন কন্যা বলা হয়ে থাকে সোনম কাপুরকে। সোনম তার ছবি মুক্তির আগে বেশ আলোচিত হোন তার ফ্যাশনের জন্য। তবে এবার তেমনটি হচ্ছে না।
সোনম তার নতুন ছবি ‘নির্জা’ প্রচারের জন্য নিজের ‘ফ্যাশনিস্তা’র তকমাটি ব্যবহার করছেন না। প্রচার–কৌশলে এসেছে পরিবর্তন।
সোনম এবার সাক্ষাৎ করছেন মন্ত্রী ও আমলাদের সঙ্গে, কথা বলছেন ভারতের বীর সৈনিকদের নিয়ে আর শ্রদ্ধা জানাচ্ছেন তার দেশের জন্য বিভিন্ন সময় প্রাণ দেওয়া সাহসী ব্যক্তিদের। তাই সোনমকে নিয়ে এখন বলিউডে আলোচনাও হচ্ছে ভিন্নভাবে।
২৩ বছর বয়সী বিমানবালা নির্জা ভানোতের চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর। নির্জা ভানোত হলেন ভারতের সর্বকনিষ্ঠ অশোক চক্র পদক বিজয়ী, যিনি একটি হাইজ্যাক হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে দায়িত্বরত অবস্থায় মারা যান।
‘নির্জা’ ছবির প্রচারের অংশ হিসেবে সোনম কাপুর সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফ্যান্ডিসের সঙ্গে।
এ ছাড়া কিছুদিন আগেই নির্জার পরিবারের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন এই কাপুরকন্যা। এর আগে ভারতের চণ্ডীগড়ে অনুষ্ঠিত ‘নির্জা ভানোত ব্রেভারি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন