বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ০২:৩১:৪১

‘আন্টি আপনার সিনেমা চলবে না!’ ক্যাটরিনাকে কেআরকে

‘আন্টি আপনার সিনেমা চলবে না!’ ক্যাটরিনাকে কেআরকে

বিনোদন ডেস্ক: হৃতিক রোশনের মাথায় টাক। ‘আন্টি’ হয়ে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। বিতর্কের রেশ ফুরোতে না ফুরোতে আবার কূটকচালির ঝুলি নিয়ে ফিরলেন স্বঘোষিত সমালোচক কমল রশিদ খান (কেআরকে)। শুরু করেছিলেন হৃতিককে দিয়ে। 

কোনও এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে প্রবেশ করছিলেন অভিনেতা। ক্যামেরা করা হয়েছে উপর থেকে। সেই ভিডিও পোস্ট করে কমল দৃষ্টি আকর্ষণ করলেন হৃতিকের মাথায়। পিছন দিকে বেশ খানিকটা অংশ কেশবিহীন। গোলাকার টাক দৃশ্যমান। সে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করতে ছাড়লেন না। এতে খেপে গেলেন হৃতিকের অনুরাগীরা। 

কেউ কেউ সপাট জবাব দিলেন, “টাক থাকুক আর যাই থাকুক, হৃতিককে যে কোনও অবস্থায় আপনার থেকে হাজার গুণে ভাল দেখতে লাগবে।” এরপর কেআরকের নিশানায় ক্যাটরিনা। আগামী ৪ নভেম্বর ‘ফোন ভূত’ মুক্তির আগে বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

সিনেমার ঝলক দেখে মুখ খুললেন কমল। তার কথায়, ‘আপনার এ ছবি চলবে না আন্টি, আবার বড়সড় ভরাডুবি দেখতে চলেছে বলিউড।” বিতর্কিত টুইট-কাণ্ডে কেআরকে জামিন পেয়েছেন গত সেপ্টেম্বরেই। ফের তাকে স্বমহিমায় দেখে নড়েচড়ে বসেছেন দর্শকরা।

বলিউডের মুণ্ডপাত কিংবা অভিনেতাদের কাটাছেঁড়া না করে তিনি কি আর বেশি দিন চুপচাপ বসে থাকতে পারেন! যদিও আগে বহু বার জানিয়েছেন আর সমালোচনা করবেন না। কিন্তু আবারও ফিরে ফিরে আসেন। গত ২ আগস্টই সমালোচনার কাজে ‘ইস্তফা দেওয়া’র কথা ঘোষণা করেছিলেন কমল। 

সেসময় জানিয়েছিলেন ‘লাল সিংহ চাড্ডা’-র পর বলিউডকে নিস্তার দেবেন তিনি। কিন্তু বলিউডের মন্দার দিনে ঢুকে পড়ার লোভ সামলাতে পারেননি। আবার স্বমহিমায় দেখা যাচ্ছে কমলকে। তার নিশানা থেকে সালমান খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা কেউই বাদ যাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে