বিনোদন ডেস্ক : এবার ভারতের অসহিষ্ণুতা নিয়ে আলোচনায় বোমা ফাঁটালেন নির্মাতা করণ জোহর। নবম জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালে অসহিষ্ণুতা নিয়ে আলোচনা চলাকালে এই নির্মাতা বলেছেন, ভারত এমন এক কঠিন দেশ যেখানে মনের কথা প্রকাশ করলে জেল পর্যন্ত হতে পারে।
করণ জানিয়েছেন, ‘আমরা এক কঠিন দেশে বাস করি। আর এখানে যদি ব্যক্তিগত জীবনের বিষয় কথা বলি সেই জন্য জেল-হাজত পর্যন্ত হতে পারে’।
এই নির্মাতা তার আত্মজীবনী নিয়ে লেখিকা শোভা দে ও বাওগ্রাফার পুনম সাক্সেনার সঙ্গে আলোচনাকালে সেই সেই কথাই জানান।
করণ জোহর বলিউডে বিভিন্ন সময় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন। 'দোস্তানা'য় সমকামী ও বন্ধুত্ব, আবার 'কভি খুশি কভি গম' ছবিতে পারিবারিক সম্পর্কের টান। তার সিনেমায় বর্তমান সময়ের নানান চিত্র উঠে এসেছে।
তার আসন্ন আত্মজীবনী ‘দ্যা আনসুটেবল বয়’ নিয়ে আলোচনা চলাকালিন অসহিষ্ণুতার প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, 'সিনেমা তৈরি হোক বা সাংবাদিকদের সামনে কিছু মন্তব্য করার সময় হোক, আমায় প্রতিটি মহুর্তে নিজেকে সতর্ক ও সীমাবদ্ধ করে রাখতে হয়। ভয় পাই ফের কোনও কথার জন্য আইনি ঝুট ঝামেলায় না পরতে হয়।'
তার মতে, 'আমার সহকর্মীদের মতো সরকারের বিরুদ্ধে গিয়ে অসহিষ্ণুতা নিয়ে আমি কথা বলতে চাই না। একবার ভেবে দেখুন যারা এই বিষয় নিয়ে কথা বলেছেন তাদের কি অবস্থা হয়েছে। আমাদের কাজ সিনেমা তৈরি করা। আমাদেরও কি সরকারের বিরুদ্ধে লড়াই করতে হব? আমাদের প্রতিটি ছবির সেন্সর পাওয়ার জন্য লড়াই করতে হয়। কিছু লিখতে পারবো না, বলতেও পারবো না। এটা কি ধরণের গণতন্ত্র?
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন