বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের পার্টি আর দাওয়াত পেলেন না ক্যাটরিনা! তবে রণবীরের পার্টিতে ক্যাটরিনা দাওয়াত না পাওয়ায় বলিউডে চলছে এ নিয়ে নানা আলোচনা। এতদিন তাদের বিচ্ছেদের ব্যাপারটি অনেকের কাছে স্রেফ গুঞ্জন থাকলেও এখন বিচ্ছেদটা সত্যি বলেই ধরে নিচ্ছেন সকলেই।
এক প্রতিবেদনে বলা হয়, রণবীরের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে ক্যাটের। এর পর থেকে তিনি তার বাড়িতেই সময় কাটাচ্ছেন। এক ধরনের বন্দি জীবন। তবে এই বাড়িটি মুম্বাইয়ের কার্টার রোডের সেই বাড়ি যেটা দুজন মিলে ভাড়া নিয়েছিলেন। কিন্তু তারকারা তো ব্যস্ততা থেকে অবসর নিতে পারেন না। তাই যাবতীয় কাজ চুপচাপ সেরে আবার সেই স্মৃতিময় বাড়িতেই ফেরেন ক্যাট।
এদিকে, ক্যাটের ওয়াটারফিল্ড রোডের বাড়িতে গাড়িটা পড়ে রয়েছে। কিন্তু সেখানে ক্যাটের দেখা নেই বলে নিশ্চিত করেন ভবনের নিরাপত্তা প্রহরীরা।
এরই মধ্যে রণবীর হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টস-এর নতুন ফ্ল্যাটে উঠেছেন। একেবারে ওপরের ফ্লোরে থাকছেন তিনি। সেখানে গত সপ্তাহে একটি ছোটখাটো পার্টিও দিয়েছিলেন রণবীর। কাছের মানুষগুলো এসেছিলেন সেখানে। কিন্তু নিশ্চিত খবর মিলেছে যে, সেখানে ক্যাট নিমন্ত্রণ পাননি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন