শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১১:০২:৫১

সালমার ‘মাদুলি’ দিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা

সালমার ‘মাদুলি’ দিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা

বিনোদন ডেস্ক : ক্লেজ-আপ তারকা কণ্ঠশিল্পী সালমা জনপ্রিয়তা পেয়েছে ‌‘একটি মাদুলি বানায়ে দে’ শিরোনামের গানটি দিয়ে। এবার সালমার সেই গান নিয়ে নির্মাণ হতে যাচ্ছে চলচ্চিত্র।

ছটকু আহমেদের গল্পে 'একটা মাদুলি বানায়া দে' শিরোনামে ছবিটি নির্মাণ করবেন নির্মাতা মনোয়ার খোকন। সম্প্রতি বিএফডিসিতে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করা হয়েছে।

এদিকে 'একটা মাদুলি বানায়া দে' গানটি নতুন করে রেকর্ডিং করা হচ্ছে। মিল্টন খন্দকারের সঙ্গীতায়োজনে গানটিতে নতুন করে কণ্ঠ দিচ্ছেন এফএ সুমন ও সুমী।

পহেলা ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে পুবাইলের বিভিন্ন লোকেশনে।  পুবাইল ছাড়া এর শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নবাগত জুটি ইকবাল মাহমুদ ও রাকা।

ছবিতে মোট গান থাকছে ছয়টি। এর মধ্যে একটি থাকবে আইটেম গান এবং বাকি গানগুলো হবে রোমান্টিক। সব গানের রেকর্ডিং হবে শুটিং চলাকালে।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে