বিনোদন ডেস্ক : একদিকে মাহিয়া মাহি। অন্যদিকে পরীমনি। এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় এই দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন ঢাকাই সিনেমার জায়েদ খান। তবে এক সিনেমাতে নয়। তাদের সাথে পৃথক দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ।
জানা গেছে, নির্মাতা মালেক আফসারীর পরিচালনায় নির্মিত ছবিতে পরীমনি এবং বদিউল আলম খোকনের পরিচালনায় মাহির বিপরীতে দেখা যাবে জায়েদ খানকে। তবে এ ছবি দু’টির নাম এখনও ঠিক হয়নি।
এরমধ্যে পিরোজপুরে এপ্রিলে শুরু হবে পরীমনির সঙ্গে আর এরপরপরই মাহির সঙ্গে শুরু হবে অন্য ছবিটির কাজ।
জায়েদ খান জানান, আমার ক্যারিয়ারের জন্য বড় দুটি ছবির কাজ শুরু হতে যাচ্ছে। নাম ঠিক না হওয়া এ দুটি ছবির গল্প দুই ধাঁচের। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এ ছবি দুটি আমার ক্যারিয়ারের জন্য বিশেষ দিক হবে বলে আশা করছি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন