শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১১:৪৬:২৯

সালমানের বেগম হতে সাজলেন অানুশকা

সালমানের বেগম হতে সাজলেন অানুশকা

বিনোদন ডেস্ক : অনেকদিন আগেই ময়দানে নেমেছেন সুলতান। তার অপেক্ষা ছিলো বেগমের। সেই অপেক্ষা ঘুচেছে। এবার সেই সুলতানের জন্য সাজচ্ছেন অনুষ্কা শর্মা।

‘সুলতান’এর কাজ অনেকটাই এগিয়ে যাওয়ার পর অনুষ্কা শর্মা শ্যুটিং শুরু করলেন এতদিনে। নায়িকা বাছাই নিয়ে বহুদিন ধরেই টানাপড়েন চলছিল। শেষে অনুষ্কার নাম চূড়ান্ত হয়।

প্রথম দিনের শ্যুটিংয়ে মেকআপ রুমে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন নায়িকা। শ্যুটিং শেষে পরিচালক আলি আব্বাস জাফরও অনুষ্কাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন।

অনুষ্কার পোস্ট করা ছবিতে, সাদা পোশাকে মেকআপ নিতে দেখা যাচ্ছে তাকে। ছবিতে এক গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষ্কাকে। তাই মেকআপও ন্যূনতম। পোস্ট করা ছবিটি দেখে তেমনই বুঝা যাচ্ছে।

এখন অপেক্ষা সুলতান সালমান খানের বিপরীতে বেগম অনুষ্কা শর্মার রসায়ন কতটা উপভোগ্য।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে