বিনোদন ডেস্ক : মামলার কারণে সিনেমা থেকে সরে দাঁড়ালেন ঢাকাই সিনেমার একসময়কার আলোচিত ও বিতর্কিত নায়িকা মুনমুন।
দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবিতে তার অভিনয় করার কথা ছিলো। পারিবারিক মামলার কারণে সে ছবিটি আর তার পক্ষে করা সম্ভব হয়ে উঠেনি।
১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবির কাজ। তবে শুটিংয়ে অংশ নিতে পারেননি মুনমুন।
মনুমুন জানিয়েছেন চট্টগ্রামে নিজের পৈতৃক বাড়িতে জমিজমা নিয়ে চলছে দ্বন্দ্ব। জমি সংক্রান্ত মামলায় আগামী রোববার মুনমুনকে আদালতে হাজিরা দিতে হবে। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুটিংয়ে বিঘ্ন ঘটবে বারবার। এসব কারণেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন