বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ০৫:৫৭:৪৯

নিজের সম্পর্কে কেন এমন বললেন জাহ্নবী!

নিজের সম্পর্কে কেন এমন বললেন জাহ্নবী!

বিনোদন ডেস্ক: বাবা প্রযোজক। মা এক সময় বলিউড শাসন করেছেন। ফিল্মি পরিবারের কন্যা হিসাবে তাই বলিপাড়ায় নাকি তার যাত্রাপথ অনেকটাই মসৃণ! জনমানসে এমন ধারণা নিয়ে এ বার মুখ খুললেন বনি কাপূর ও শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপূর।

আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর নতুন ছবি। যার নাম ‘মিলি’। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত বলিউডের হাল প্রজন্মের অন্যতম উজ্জ্বল এই মুখ। তবে বাবা-মায়ের সুবাদে বি-টাউনে তার পথচলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন কেউ কেউ। 

এ নিয়ে সরব হয়ে নিজের সম্পর্কে কেন এমন বললেন জাহ্নবী। তিনি বলেন, ‘‘আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হল যে, আমি নাকি বাড়তি সুবিধা পেয়েছি। কঠোর পরিশ্রম কী, তা নাকি আমি জানি না। আমি হয়তো প্রতিভাবান নই, কিংবা সুন্দরীও নই। কিন্তু এটা জানি যে, ছবির সেটে সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে