বিনোদন ডেস্ক : শুরু হতে যাচ্ছে ‘দ্য মমি’ সিরিজের নতুন ছবি। আর এ ছবিতে এবার দেখা যাবে হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজকে। এ খবরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে হলিউডে। বাড়ছে ছবিটি দেখার আগ্রহ।
হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজ নিজেই ‘দ্য মমি’ সিরিজের নতুন ছবির প্রধান চরিত্রে তার অংশ নেওয়ার এই ঘোষণা দিয়েছেন। ইউনিভার্সাল পিকচার্সের এই ছবির নাম ‘রিবুট অব দ্য মমি’।
‘রিবুট অব দ্য মমি’ ছবির চিত্রনাট্য লিখেছেন ‘প্রমিথিউস’খ্যাত জন স্পেইটস। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন অ্যালেক্স কার্টজম্যান। ‘মমি’ সিরিজের এই ছবির কাহিনিতে নতুন সংযোজন হিসেবে এবারে থাকছে একটি নারী ‘মমি’ চরিত্র। এই ছবির খল চরিত্র বা ‘ভিলেন’ও এই নারী ‘মমি’।
ইউনিভার্সাল পিকচার্সের ‘ড্রাকুলা’ চরিত্রটি থেকে শুরু করে ‘ফ্রাংকেনস্টাইন’, ‘দ্য ইনভিজিবল ম্যান’, ভ্যাম্পায়ার হান্টার ‘ভ্যান হেলসিঙ্গ’ চরিত্রের সঙ্গে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘দ্য মমি’।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন