শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৬:০৮:২২

সানি লিওনের পছন্দের পুরুষটি কেমন?

সানি লিওনের পছন্দের পুরুষটি কেমন?

বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওনের পছন্দের পুরুষটি কেমন? এক বেসরকারি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার সেই পছন্দের পুরুষটির কথা।

কীভাবে তিনি ড্যানিয়েলের প্রেমে পড়েন, কেমন পুরুষ তার পছন্দ, নারীদের কীভাবে বিকিনি ক্যারি করা উচিত্, সব কিছু নিয়ে খোলা মনে কথা বললেন সানি।

সানি বলেছেন, 'একজন মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্বই আমার কাছে গুরুত্বপূর্ণ। সেন্স অফ হিউমর যেমন দরকার, তেমনই তাকে শরীরের যত্নও নিতে হবে, স্টাইল সেন্স থাকতে হবে। আমার এমন পুরুষ পছন্দ যার নিজের সাজগোজ সম্পর্কে জ্ঞান থাকবে। জামা, জুতা, মোজা সব গার্লফ্রেন্ডকে ঠিক করে দিতে হবে না।'

ড্যানিয়েল কি তবে ঠিক এমনই? এর জবাবে সানি বলেন, 'ড্যানিয়েল হট, মিষ্টি ও মজার। আমাকে সারা দিন হাসায়। প্রায় আট বছর আমরা এক সঙ্গে রয়েছি। পাঁচ বছরের বিবাহিত জীবন। গুরুদ্বারে রীতি রেওয়াজ মেনেই বিয়ে হয়েছিল আমাদের। ও আমার থেকে অনেক বেশি রোম্যান্টিক। আমাকে গোলাপ ফুল, চকলেট পাঠাতো, চিঠি লিখতো। আমরা ধার্মিক নই। তবে আধ্যাত্মিক।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে