রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:১৩:৫২

নিজের সম্পর্কে খোলাখুলি বললেন দীপিকা

নিজের সম্পর্কে খোলাখুলি বললেন দীপিকা

বিনোদন ডেস্ক : বিরাট গ্ল্যামার, পুরস্কার, সমালোচকের প্রশস্তি, বিজ্ঞাপন, খ্যাতি— কিছুই তার ‘সাধারণ মেয়ে’ ইমেজে ছাপ ফেলতে পারেনি। কারণ, তিনি জীবনকে জটিলতাহীন করে দেখতে জানেন। অন্য লোকে কী বলে জানা নেই, নিজের সম্পর্কে এমন ধারণাই পোষণ করেন দীপিকা পাডুকোন।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলি বলেছেন তার স্ক্রিন ও স্ক্রিন-বহির্ভূত জীবন নিয়ে। তিনি সাবলীলভাবেই জানিয়েছেন, কিছুই তার জীবনকে বদলাতে পারেনি। জীবন তখনই বদলায়, যখন সেই বদলকে কেউ আন্তরিকভাবে চান। তিনি সেই বদল চাননি বলেই আজও মুক্তভাবে চলাফেরা করতে পারেন।

পেশা তার জীবনকে প্রভাবিত করেনি, এমন নয়। কিন্তু সে সবই খুব গভীর কিছু নয়। জীবনযাপনের ভিত্তিমূলে কোনও পরিবর্তন তার পেশা নিয়ে আসেনি। অতীতকে তিনি মিস করেন না। কারণ, অতীত থেকে তিনি নিজেকে বিচ্যুত মনে করেন না।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে