রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৩:২৬:৩৩

শিবাকে নিয়ে গোপন মিশনে শাকিব খান

শিবাকে নিয়ে গোপন মিশনে শাকিব খান

বিনোদন ডেস্ক : গোপন মিশন নিয়ে মাঠে নামছেন শাকিব খান। লক্ষ্য একটাই, বিদেশি চক্রের ষড়যন্ত্র থেকে দেশ মাতৃকাকে উদ্ধার করা। আর এই অভিযানে তার সঙ্গি শিবা আলী খান।

প্রথমবারের মতো একজন গুপ্তচর হিসেবে দেখা যাবে ঢালিউড কিংকে। ‘মিশন অগ্নিপথ' নিয়ে তিনি ঢাকা থেকে পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। নায়িকা চরিত্রে দেখা যাবে নবাগতা শিবা আলী খানকে।

সিনেমায় দেখা যাবে আন্তর্জাতিক এক অপরাধীর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ঠেকাতে সিডনি পৌঁছেছেন সিক্রেট এজেন্ট রানা। সেখানেই তার পরিচয় ঘটবে রুহানা নামের এক বাংলাদেশি মেয়ের সঙ্গে। রোমাঞ্চকর এক গল্পের মধ্যে দিয়ে এগিয়ে যাবে তাদের প্রেম। কিন্তু এজেন্ট রানা এক পর্যায়ে জানতে পারবে যে, বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংসের নীল নকশা তৈরী হয়ে গেছে।

সিনেমায় শকিব খান ও শিবা ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, টাইগার রবি, আফজাল শরীফ, রেবেকা, সিন্তি রেটলিং, কাবিলা প্রমুখ। চলচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনা করবেন ইমরান খান, নাভেদ, কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন বাংলাদেশের তানজিল ও ভারতের বাবা যাদব।

অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন  অস্ট্রেলিয়ার বিখ্যাত স্টান্ট ডিরেক্টর ইগর ব্রেকেনব্যাক ও বাংলাদেশের অ্যাডওয়ার্ড গোবেজ। আসন্ন ঈদ-উল-আযহায় সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতারা।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে