সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২:৫৬:৩৪

মাত্র ৩২ বছর বয়সেই মৃত্যু অভিনেত্রীর

মাত্র ৩২ বছর বয়সেই মৃত্যু অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: সড়ক দু'র্ঘ'টনায় মৃত্যু হল ভারতের টেলিভিশন অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। মাত্র ৩২ বছর বয়সেই মৃ'ত্যু হয়েছে অভিনেত্রীর। জানা যাচ্ছে, দু'র্ঘ'টনাটি ঘটে শনিবার রাতে ভারতের মহারাষ্ট্রের কোলাপুর শহরে। 

পুলিশ সূত্রে খবর, কোলাপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে হলোন্ডিতে রাত ১১ টা নাগাদ সঙ্গলি-কোলাপুর রোডে একটি ট্রাক্টরের সঙ্গে কল্যাণীর বাইকের মুখোমুখি সং'ঘ'র্ষ হয়। জানা যাচ্ছে, দু'র্ঘ'টনাস্থল পুণে শহর থেকে ২৩০ কিলোমিটার দূরে।

কোলাপুরের শিরোলি এমআইডিসি থানার কর্মকর্তারা জানাচ্ছেন, কল্যাণী কুরালে যাদব কোলাপুরের রাজারামপুরী এলাকার বাসিন্দা। সম্প্রতি, তিনি হলোন্ডিতে একটি রেস্তোরাঁ খুলেছেন। সেই রেস্তোরাঁটি বন্ধ করেই ওইদিন বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। 

সেসময়ই একটি ট্রাক্টরের ধা'ক্কায় বাইক থেকে ছিটকে পড়েন কল্যাণী। গু'রুতর চো'ট লাগে তার। প্রত্যক্ষদর্শরী তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ'ত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত ট্রাক্টর চালককে আ'টক করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসিসটেন্ট ইন্সপেক্টর সাগর পাতিল। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় দ'ণ্ডবিধির মোটরযান নিয়ন্ত্রণ আইন এবং সড়ক পরিবহন আইনে অভিযোগ দায়ের হয়েছে। 'তুজ্জত জীব রঙ্গলা', 'দক্ষণচা রাজা জ্যোতিবা'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন কল্যাণী কুরালে যাদব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে