রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৯:২৭:৫৫

বইমেলায় আসবেন অমিতাভ বচ্চন

বইমেলায় আসবেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : বলিউডের শাহেন শাহ আসবেন বইমেলাতে! ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’এর পক্ষ থেকে এমনটাই দাবী করা হয়েছিলো।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের জানালেন, ‘আমরা ক্লু দিচ্ছি মাত্র! বেশি কিছু বলব না। ‘কলকাতা সাহিত্য উৎসব’এর শেষদিনে ‘অমিতাভ বচ্চন কানেক্ট’ নামে আমরা একটা অনুষ্ঠান রেখেছি! সেখানেই আসার কথা অমিতাভের’।
 
ত্রিদিব বললেন, বইমেলায় ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ৪ ফেব্রুয়ারি। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘শেষ দিনের অনুষ্ঠানে একজন সেলিব্রিটি আসবেন। তিনি অমিতাভ বচ্চন হতে পারেন। আবার অমিতাভের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এমন কেউও হতে পারেন’।

সাহিত্য উৎসবের উদ্বোধনে থাকছেন অশোক বাজপেয়ী, সঞ্জীব চট্টোপাধ্যায়, অমল পালেকর। সেদিনের আলোচনা-চক্রের বিষয়— ‘অসহিষ্ণুতা সহিষ্ণু ভারতে’। সাহিত্য সভায় থাকছেন দুর্জয় দত্ত, প্রীতি শেনয়, নভোনীল চক্রবর্তী, সুমৃত শাহী প্রমুখ। থাকবে বিশেষ অনুষ্ঠান ‘দ্য স্ট্রিংজ অফ হারমনি’। অংশ নেবেন— আমান আলি, আয়ান আলি এবং তন্ময় বসু।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে