রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:০২:১৫

ঢাকা মাতাবেন সেই মোনালি ঠাকুর

ঢাকা মাতাবেন সেই মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক : ভারতের তারুণ্যের ক্রেজ জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর এবার আসছে ঢাকা মাতাতে। আগামী ১৮ মার্চ তিনি একটি কনসার্টে গান গাইবেন।

জানা গেছে, ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মাঠে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন, কনসার্টের একদিন আগে ১৭ মার্চ ঢাকায় পৌঁছবেন মোনালি। অনুষ্ঠানে তার পাশাপাশি গাইবেন রাফা, সুমন ও ইন্দালো ব্যান্ড।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর 'ইন্ডিয়ান আইডল' প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পান। তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে_ 'রঘুপতি রাঘব' (কৃশ থ্রি), 'সাওয়ার লু' (লুটেরা), 'জারা জারা টাচ মি' (রেস), 'আগা বাঈ' (আইয়া), 'তুনে মারি এন্টি' (গুন্ডে) প্রভৃতি।

তার গাওয়া 'ইটস ১০০% লাভ' (১০০% লাভ), 'মাধু' (রংবাজ), 'পেয়ার লাল' (দুই পৃথিবী) শীর্ষক বাংলা গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে।

শুধু শিল্পী নন, অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। মোনালি ঠাকুর বলিউডের 'লক্ষ্মী' শিরোনামের একটি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে