বিনোদন ডেস্ক : পুলকিত হচ্ছেন বলিউড ভাইজান সালমান খানের বোন শ্বেতা রোহিরার স্বামী। গুঞ্জন ছিলো পুলকিত নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে।
তবে এসব কিছুকেই তারা দুজন গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। এমন কি সালমানের বোন শ্বেতা রোহিরাও দাবী করেছিলেন এসব গুঞ্জন। শ্বেতা বলেছিলেন, পুলকিত ইয়ামিকে পাত্তাই দিচ্ছেন না।
এদিকে বোনের সংসার বাঁচাতে মধ্যস্থা করেছিলেন বলিউড ভাইজান সালমান। কিন্তু তার মধ্যস্থাও কাজ হচ্ছে না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পলুকিত ও ইয়ামি গৌতম নাকি এখন অপেক্ষা করছেন বিয়ের পিঁড়িতে বসতে!
শ্বেতা রোহিরা এরমধ্যে একবার ক্যামেরার সামনে ফলাও করে বলেছেন শুধুমাত্র একসঙ্গে কাজ করা ছাড়া আর কোনও যোগসূত্র নেই তাদের।
এদিকে পুলকিত এবং শ্বেতার সঙ্গে প্রথম থেকেই ভাল সম্পর্ক বজায় রেখেছিলেন ইয়ামি। কিন্তু পুলকিতের জন্য পাগল ছিলেন ইয়ামি, পুলকিত নাকি পাত্তাও দেন না ইয়ামিকে— টুইট করে এমনটিই লিখেছিলেন শ্বেতা।
সালমান তার রাখী-বোন শ্বেতার ঘর বাঁচানোর জন্য নাকি নিজে পুলকিতের সঙ্গে কথা বলেছিলেন সালমান। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে থোড়াই কেয়ার করে নিজেদের সম্পর্ককেই পরিণতি দিতে মরিয়া এই লাভ-বার্ডস।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন