শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ০১:২৩:৪১

'অকৃতজ্ঞ' রশ্মিকা মান্দানার সিনেমা নিষিদ্ধ ঘোষণার ডাক

'অকৃতজ্ঞ' রশ্মিকা মান্দানার সিনেমা নিষিদ্ধ ঘোষণার ডাক

বিনোদন ডেস্ক: সাক্ষাৎকারে নিজের সাফল্যের কাহিনি শোনাতে গিয়ে অতীত প্রযোজনা সংস্থার নাম নেননি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তারপর তাকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এমনকি রশ্মিকার ছবি নি'ষি'দ্ধ ঘোষণা করতে চলেছিল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি।

রশ্মিকার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি নাকি ‘অকৃতজ্ঞ’। তাই যে প্রযোজনা সংস্থার হাত ধরে তার সাফল্যের শুরু, তার নামই ভুলে গিয়েছেন অভিনেত্রী। বিতর্কের মুখে তার ছবি নিষিদ্ধ ঘোষণার ডাক দেন সমালোচকদের একাংশ।

রশ্মিকার প্রথম ছবি ‘কিরিক পার্টি’। ২০১৬ সালে মুক্তির পর ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করেছিল। বলতে গেলে, কন্নড় এই ছবির হাত ধরেই রশ্মিকার সাফল্যের শুরু। যৌথ ভাবে রশ্মিকার ‘কিরিক পার্টি’ ছবিটির প্রযোজনা করেছিলেন জিএস গুপ্তা এবং রক্ষিত শেট্টি। 

রক্ষিত শেট্টির সেই প্রযোজনা সংস্থা ‘পরমবহ স্টুডিও’র নাম না করেই বিতর্কের কেন্দ্রে উঠে আসেন রশ্মিকা। অনুরাগীদের অনেকেই তাকে ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করেন। তবে অনেকের মতে জেনে শুনেই সাক্ষাৎকারে ওই প্রযোজনা সংস্থা এবং প্রযোজকের নাম এড়িয়ে গিয়েছিলেন রশ্মিকা। 

তার অন্য কারণ ছিল। পুরনো সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হয়েছে নতুন করে। সংবাদমাধ্যমে দাবি, প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রশ্মিকা। এমনকি সম্পর্ককে কয়েক ধাপ এগিয়েও নিয়ে গিয়েছিলেন। দুইজনের নাকি আংটি বদল থেকে শুরু করে বাগ্‌দান, সবটাই হয়ে গিয়েছিল।

২০১৭ সালের ৩ জুলাই তাদের বাগদান হয় বলে দাবি। তবে পরে কোনও এক অজ্ঞাত কারণে রশ্মিকা-রক্ষিতের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রশ্মিকা-রক্ষিত। অনেকের মতে, সেই কারণেই সুকৌশলে প্রথম ছবির প্রযোজকের কথা এড়িয়ে গিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। অতীত-প্রসঙ্গ টেনে আনতে চাননি নতুন করে।

রক্ষিতের নাম না নেওয়ায়, তার প্রযোজনা সংস্থার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করায় রশ্মিকার উপর বেজায় চটেছেন কন্নড় অনুরাগীদের একাংশ। রশ্মিকার পরবর্তী ছবি ‘পুষ্পা ২’ এবং ‘বরিশু’ কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ঘোষণার ডাক দেন তারা।

‘কিরিক পার্টি’ ছবির পরিচালক ঋষভ শেট্টিও রশ্মিকার উপর অসন্তুষ্ট। তার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার থেকে সেই ইঙ্গিত পেয়েছেন কেউ কেউ। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সামান্থা রুথ প্রভু, রশ্মিকা মান্দানা, সাই পল্লবী এবং কীর্তি সুরেশের মধ্যে কার সঙ্গে তিনি কাজ করতে চান। ঋষভ রশ্মিকার নামই নেননি। 

ভাল অভিনেত্রী হিসাবে নাম নিয়েছিলেন সামান্থা এবং সাই পল্লবীর নাম। বিতর্কিত সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন রশ্মিকা? তিনি জানিয়েছিলেন, অভিনয় জগতে আসবেন বলে কখনও ভাবেননি অভিনেত্রী। ছোটবেলায় একটি সৌন্দর্যের প্রতিযোগিতায় তিনি জিতেছিলেন। তার পর তার ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়। 

এরপরেই একটি প্রযোজনা সংস্থা থেকে ডাক পান রশ্মিকা। তবে রক্ষিত শেট্টি বা তার প্রযোজনা সংস্থাটির নাম করেননি অভিনেত্রী। দক্ষিণী চলচ্চিত্র জগতে রশ্মিকার উত্থান ছিল নজরকাড়া। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার একাধিক ছবি সুপারহিট হয়। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রশ্মিকা-বিজয় জুটি।

ইন্ডাস্ট্রিতে গুজব, রশ্মিকা-বিজয় প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যেও নজর এড়ায় না। বহু অনুষ্ঠানে এক সঙ্গে দেখা গিয়েছে তারকা-জুটিকে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তারা কেউ মুখ খোলেননি।

একে তো এক সঙ্গে পর পর কাজ, তার উপর ২০২১ সালের ডিসেম্বরে এক বার একটি জিমের বাইরে রশ্মিকা-বিজয়কে এক সঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন। তারকারা কেউ সে গুঞ্জনে জল ঢালেননি। ফলে দিন দিন তা আরও ডালপালা মেলেছে।

একাধিক সাক্ষাৎকারে রশ্মিকাকে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রতিবারই উত্তর এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তার প্রশ্ন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেন সাধারণ মানুষের এত আগ্রহ? কখনও কখনও তারকাদের একা ছেড়ে দিতে হয় বলে মনে করেন তিনি।

গুঞ্জন থামেনি। কিছু দিন আগে রশ্মিকা-বিজয়ের বিয়ের গুজবও রটে গিয়েছিল। শোনা গিয়েছিল, মুম্বাইতে তারা নাকি এক সঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেই মতো বন্দোবস্তও করে ফেলা হয়েছে। তাতে বিয়ের গুজবের আগুনে যে ঘি পড়েছিল। তবে বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয় কিছু দিনেই।

দক্ষিণী ছবিতেই মনোনিবেশ করেছেন রশ্মিকা। কিছু দিন আগে বলিউডে তার অভিষেক হয়েছে 'গুডবাই' ছবির হাত ধরে। ছবিতে অমিতাভ বচ্চনও ছিলেন। আপাতত রশ্মিকার হাতে অনেক কাজ। ভামশি পাইরিপল্লির পরিচালনায় 'বরিশু' ছবির শুটিংয়ে ইদানীং ব্যস্ত অভিনেত্রী।

বিতর্ক নিয়ে রশ্মিকার বক্তব্য, 'আমায় সবাই বুঝবেন, এমন কোনও কথা নেই। সকলের ভালবাসা পাব, এমন আশাও করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন!'

রশ্মিকা জানান, সম্প্রতি তার এমন কিছু সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেগুলি থেকে ভুল তথ্য উঠে আসছে। তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যা শুধু তার বিরুদ্ধেই যাচ্ছে না, ইন্ডাস্ট্রিতে সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কও নষ্ট করছে। তার পরিবার, প্রেম, সম্পর্ক সব কিছুকেই ঘৃণার চোখে দেখা হচ্ছে। তাই তিনি শঙ্কিত!

মানসিক অবসাদের শিকার হচ্ছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানান, এ সব বিতর্কের মাঝে তিনি কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছেন। এই পরিস্থিতিতে অনুরাগীদের ভালবাসা, উৎসাহই তাকে কাজে উদ্বুদ্ধ করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে