শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ০১:৫১:০৯

প্রিয়জন হারিয়ে শোকাহত নায়ক দেব

প্রিয়জন হারিয়ে শোকাহত নায়ক দেব

বিনোদন ডেস্ক: অধিকারী পরিবারে দুঃসংবাদ। নিকটআত্মীয়কে হারালেন টলিউড অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব। নিজের জেঠুকে (বাবার বড় ভাই) হারালেন অভিনেতা। প্রিয়জন হারিয়ে শোকাহত নায়ক দেব। কর্মসূত্রে কলকাতা থাকলেও দেবের আদি বাড়ি মেদিনীপুরে। 

সেখানেই রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেতেই দ্রুত মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন দেব। শুক্রবার রাতেই প্রয়াত অভিনেতার জেঠু তারাপদ অধিকারী। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। বয়স হয়েছিল ৬৫। দেবের বাবা গুরুপদ অধিকারী ইতিমধ্যে মেদিনীপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। 

যৌথ পরিবারের অন্যান্য সদস্যও এই বাড়িতেই রয়েছেন। শোকের ছায়া নেমে এসেছে অধিকারী পরিবারে। গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উজ্জ্বল উপস্থিত লক্ষ্য করা যায় টলিউড অভিনেতা তথা সাংসদ দেবের। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে তার নতুন ছবি ‘প্রজাপতি’। এরই ফাঁকে হঠাৎ নিজের জেঠুকে হারালেন অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে