বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের বাগনানে ঝাড়খণ্ডি অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারীর খুন নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্য। কে খুন করল, খুনের মোটিভই বা কী, তা নিয়ে চর্চা রাজ্যের সর্বত্র। এবার সেই হ'ত্যাকাণ্ডে নয়া মোড়।
এমন পরিস্থিতিতে পুলিশ সূত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে ইউটিউবারকে খুনের একাধিক মোটিভের সন্ধান পেল পুলিশ। অভিনেত্রী খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ও বিমার টাকা বলে অনুমান পুলিশের।
একদিকে প্রকাশ কুমারকে দ্বিতীয় স্ত্রী রিয়া কুমারীকে ছাড়ার জন্য চাপ দিচ্ছিল পরিবারের সদস্যরা। তো অন্যদিকে রিয়ার নামে থাকা মোটা অঙ্কের জীবন বিমার নমিনি ছিলেন প্রকাশ। তার আবার বাজারে বিস্তর দেনা ছিল। সবমিলিয়ে পুলিশের প্রাথমিক ধারনা, প্রকাশের হাতেই খুন হয়েছে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া।
পুলিশ সূত্রে খবর, প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া। ১০ বছর আগে প্রেম করে মন্দিরে বিয়ে হয়েছিল তাদের। প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে রিয়াকে বিয়ে করেছিলেন তিনি। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে হাজারিবাগে থাকেন। তার সঙ্গে আবার প্রকাশের পরিবারের সম্পর্ক ভাল।
আবার রিয়ার আচার-আচরণে ক্ষুব্ধ ছিল প্রকাশের পরিবার। তার গ্ল্যামারস জীবনযাপন মানতে পারছিলেন না শ্বশুরবাড়ির সদস্যরা। সূত্রের খবর, তারা চাইছিলেন রিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করে প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনুক প্রকাশ। এনিয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে সূত্রের খবর।
প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রকাশের সম্পর্ক মানতে পারতেন না রিয়া। এনিয়ে দুই জনের মধ্যে অশান্তিও হত। পুলিশের কাছে এমনটাই জানিয়েছে রিয়ার পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে আরও দাবি, রিয়া বা ইশা আলিয়ার নামে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার জীবন বিমা ছিল। যার নমিনি ছিলেন প্রকাশ কুমার।
এদিকে প্রযোজক প্রকাশের বাজারে দেনা হয়ে গিয়েছিল। তবে কি সেই জীবন বিমার টাকার লোভেই মুম্বাই রোডে বাগনানের কাছে গু'লি করে হ'ত্যা করল প্রকাশ? সেই উত্তর খুঁ'জছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ।