শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩, ০২:০৮:৫১

নতুন বছরে যেসব দক্ষিণী সিনেমা বক্স অফিস কাঁপাবে!

নতুন বছরে যেসব দক্ষিণী সিনেমা বক্স অফিস কাঁপাবে!

বিনোদন ডেস্ক: সিনেমা বললে আমাদের প্রথমেই মনে আসে বলিউড বা টলিউড সিনেমার কথা। তবে বর্তমানে দক্ষিণের সিনেমাও কিন্তু বেশ প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা বর্তমানে দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার সাফল্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আধিপত্য বিস্তার করেছে।

ধীরে ধীরে দক্ষিণী অভিনেতারা বলিউডের সুপারস্টারদের ছাপিয়ে এক ধাপ এগিয়ে গেছে। নতুন বছরে অনেক দক্ষিণের সিনেমা মুক্তি পাবে, যার জন্য অনেকদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। দেখুন সেই তালিকায় কারা রয়েছেন।

সালার: সালার সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। সিনেমার শুটিং হয়েছে তেলেগু ও কন্নড় ভাষায়। সিনেমাটির পরিচালনা করেছেন পরিচালক ও প্রযোজক 'প্রশান্ত নীল' এবং 'বিজয় কিরাগান্দুর'। এই সিনেমায় অভিনয় করেছেন প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান ও জগপতি। এই সিনেমাটি ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর।

জেলার: এটি একটি অ্যাকশন কমেডি ছবি। তামিল ভাষার সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন। সান পিকচার্সের ব্যানারে আসছে সিনেমাটি। অভিনয় করেছেন রজনীকান্ত, শিব রাজকুমার, বসন্ত রবি, যোগী বাবু, রাম্যা কৃষ্ণান ও বিনায়কান-সহ অন্যন্যরা। সিনেমাটির নতুন বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ মুক্তি পাবে।

পুষ্পা ২: সিনেমাটির ১ম পর্ব মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এরপর বক্স অফিসে সাফল্য লাভ করতে আসছে পুষ্পা ২: দ্য রুল ইজ অন দ্য ওয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। সিনেমাটি মুক্তির জন্য চাতক পাখীর মতো অপেক্ষা করছেন অনুগামীরা। নতুন বছরের ডিসেম্বর মাসের ১৭ তারিখ মুক্তি পাবে ছবিটি।

ভারসু: এই সিনেমাটি একটি ড্রামা টিক সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন ভামশি পাইদিপল্লী। এই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন বিজয় থালাপতি ও রশ্মিকা মান্দানাও। ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

থুনিভু: তামিল ভাষায় মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলার সিনেমা থুনিভু। এই সিনেমাটির প্রযোজনা করেছেন বনি কাপুর। এই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজিত কুমার, মঞ্জু ওয়ারিয়ার, জন কোকেন। সিনেমাটি মুক্তি পাবে ১১ জানুয়ারি।

কাবজা: সিনেমাটি হল অ্যাকশন ধর্মী সিনেমা। এই সিনেমাটি কন্নড় ভাষায় মুক্তি পাবে। আর চন্দ্রু পরিচালিত 'কাবজা' সিনেমায় উপেন্দ্রর পাশাপাশি দেখা যাবে শ্রিয়া শরণ, প্রকাশ রাজ, কিচ্চা সুদীপকে। এই সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ।

ইন্ডিয়ান ২: নব্বই দশকের গল্প তুলে ধরা হবে এই ইন্ডিয়ান ২ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, প্রিয়া ভবানী শঙ্কর, কাজল আগরওয়াল-সহ অন্যন্যরা। সিনেমাটি মুক্তি পাবে ১৪ নভেম্বর। সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন মানুষ।

পিএস ২: নতুন বছরেই ২৮ এপ্রিল মাসেই মুক্তি পাবে পিএস: ২। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। পোনিয়িন সেলভান ১' চলতি বছরের অন্যতম বড় বক্স অফিস সফল ছবি। এই সিনেমাটির দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।

প্রজেক্ট কে: প্রজেক্ট কে সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। সিনেমাটি কিন্তু বিগ বাজেটের সিনেমা। নির্মাতারা কিন্তু ছবিটির জন্য ৫০০ কোটি টাকা খরচ করেছেন। ২০২৩ সালের ১৮ অক্টোবর সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তাছাড়া ২০২৪ সালে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আদিপুরুষ: এই সিনেমাটি পরিচালনা করেছেন ওম রাউত। সিনেমাটিতয়ে অভিনয় করেছেন কৃতি স্যানন, প্রভাস, সাইফ আলি খানকে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে রাঘবের চরিত্রে অভিনয় করবেন প্রভাস, জানকির চরিত্রে অভিনয় করবেন কৃতি স্যানন ও লঙ্কেশের চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। ৫৫০ কোটি টাকা খরচ করা হয়েছে সিনেমাটির জন্য। ২০২৩ সালের ১২ জানুয়ারি।

থাঙ্গালান: থাঙ্গালান সিনেমাটি একটি অ্যাকশনধর্মী সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন পা.রঞ্জিত। এই সিনেমাটি অভিনয় করেছেন বিক্রম, মালবিকা মোহানান, পার্বতী থিরুভোথু, পশুপতি-সহ অন্যন্যারা। সিনেমাটি নতুন বছরে মুক্তি পাবে। তবে ২০২৩ সালের কোন মাসে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে