সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১০:৩৬:১৪

অজয় থেকে অভিষেক, একের পর এক ধোকা খেয়েছেন কারিশ্মা!

অজয় থেকে অভিষেক, একের পর এক ধোকা খেয়েছেন কারিশ্মা!

বিনোদন ডেস্ক: মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিলেন বলি অভিনেত্রী কারিশ্মা কাপুর। তার মা ববিতা একসময় বলিউডের ডাকসাইটে অভিনেত্রী ছিলেন। বাবা রণধীর কাপুরও একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। 

ফলে বলিউডে এন্ট্রি নিতে বিশেষ বেগ পেতে হয়নি কারিশ্মাকে। ১৯৯১ সালে প্রেম কয়েদি ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। একে একে রাজা বাবু, কুলি নম্বর ওয়ান, রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হ্যায়, হিরো নম্বর ওয়ানের মতো সুপারহিট ছবিতে কাজ করেছেন। 

হয়ে উঠেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কেরিয়ারে যথেষ্ট সাফল্য পেলেও, তার লাভলাইফ বরাবরই বিতর্কিত। শোনা যায়, ১৯৯২ থেকে করিশ্মার সঙ্গেই প্রেম করতেন তিনি। জিগর ছবিতে তার সঙ্গে কাজও করেছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। 

আউটডোর শ্যুটিংয়ের সময় গভীর রাতে নাকি অজয়কে ফোন করেছিলেন কাপুর কন্যা। নেপথ্যে এক মহিলা কণ্ঠ শোনা গিয়েছিল। এরপরেই কারিশ্মার বিশ্বাসে চিড় ধরে। ১৯৯৫ সালে কারিশ্মার সঙ্গে ব্রেকআপ করে কাজলকে বিয়ে করেন অজয়।

তবে ভালোবাসায় আস্থা ছিল কারিশ্মার। তাই সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সঙ্গে। শ্বেতা নন্দার বিয়েতেই নাকি অভিষেক-কারিশ্মার আলাপ হয়েছিল। শ্বেতার স্বামী নিখিল নন্দা অভিনেত্রীর ফুফুর ছেলে। তাই ওই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন কারিশ্মা। 

সেখান থেকেই কারিশ্মা এবং অভিষেকের প্রেম শুরু হয়। পাঁচ বছর দু'জনে জমিয়ে প্রেম করেন। জয়া বচ্চনও নাকি খুশি ছিলেন। ২০০২ সালে বাগদান হয়ে গিয়েছিল তাদের। ওই বছর বিগ-বির ৬০তম জন্মদিনে কাপুর এবং বচ্চন পরিবারের তরফ থেকে অভিষেক-কারিশ্মার বিয়ের ঘোষণা করা হয়েছিল।

জয়া বলেছিলেন, "আমার হবু বউমা কারিশ্মা কাপুরের সঙ্গে আপনাদের আলাপ করাতে চাই। আজ অভিষেক ওঁর সবচেয়ে ভালো উপহার দিল।" তবে অভিষেক বচ্চনের প্রথমদিকের বেশ কিছু ছবি ফ্লপ হয়। আর অসফল হিরোর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি ববিতা। 

তিনি নাকি বেঁকে বসেন। এতে নাকি রেগে যান জয়া। তিনি শর্ত দেন, বিয়ের পরে কারিশ্মাকে গ্ল্যামারের দুনিয়া ছাড়তে হবে। এরপরেই বিয়ে ভাঙে। শেষমেশ কারিশ্মা বিয়ের পিঁড়িতে বসেছিলেন শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে। হয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রী কিন্তু, এই দাম্পত্যেও শান্তি পাননি অভিনেত্রী। 

২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে ডিভোর্স সেরে ফেলেন কারিশ্মা। অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পর তার উপর অত্যাচার শুরু করেছিলেন সঞ্জয়। মধুচন্দ্রিমার সময় নাকি স্ত্রীকে নিজের বন্ধুর শয্যাসঙ্গিনী হতে বলেছিলেন সঞ্জয়! 

কারিশ্মার অভিযোগ ছিল, তিনি বাধা দেওয়ায় তাকে নাকি মারধরও করেন সাবেক স্বামী। সঞ্জয় নাকি স্ত্রীর সঙ্গে এক রাত কাটানোর জন্য বন্ধুর থেকে টাকাও নিয়েছিলেন। পরে সন্দীপ তোশনিওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে তাকে বিয়ে করতে চাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes