সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০৩:১৩:২৬

সামান্থার পর আরও এক দক্ষিণে অভিনেত্রী বিরল রোগে জর্জরিত

সামান্থার পর আরও এক দক্ষিণে অভিনেত্রী বিরল রোগে জর্জরিত

বিনোদন ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২২ সালে দক্ষিণে বিউটি সামান্থা রুথ প্রভু সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন কঠিন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন। এই খবর জানার পরেই উদ্বেগ প্রকশ করেছিল সামান্থার অগুনতি ভক্ত। 

এবার সামান্থার আরও এক দক্ষিণে অভিনেত্রী বিরল রোগে জর্জরিত হওয়ার খবরও প্রকাশ্যে এলো। মালায়ালাম অভিনেত্রী মমতা মোহনদাসের কঠিন রোগে আক্রান্ত। তিনিও নিজের সোশাল মিডিয়া পেজে রোগাক্রান্ত হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন। 

অভিনেত্রী জানিয়েছেন অটোইমিউনি রোগ শ্বেতিতে আক্রান্ত হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করে মমতা জানিয়েছেন, ত্বকের রং একেবারে ফিকে হয়ে গিয়েছে। শুধু রোগের কথাই জানাননি, সেই সঙ্গে সেলফিও পোস্ট করেছেন মমতা মোহনদাস। 

একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সংগীতশিল্পী হিসাবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন মমতা। মালায়ালাম অভিনেত্রী মমতা মোহনদাস রবিবার নিজের ইনস্টা হ্যান্ডলে জানান শরীরে শ্বেতি হওয়ার কারণে ত্বকের রং ফ্যাকাসে হয়ে গিয়েছে। 

সেলফি পোস্টের সঙ্গে একটি সুন্দর কবিতাও জুরে দিয়েছেন। তবে মমতা যে প্রথমবার এই ধরণের কঠিন অসুখের সঙ্গে মোকাবিলা করছেন এমনটা নয়। এর আগে দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন এই মালায়ালাম অভিনেত্রী।

২০১০ সালে প্রথমবার লিমফ্যাটিক সিসটেমে ক্যানসার ধরা পড়ে মমতার। শুরু হয় ক্যানসারের সঙ্গে যু'দ্ধ। সেই যু'দ্ধে জিতে গেলেও ২০১৩ সালে ফের শরীরে থাবা বসিয়েছিলেন মা'র'ণরো'গ ক্যানসার। সেইবার ব্রেস্ট ক্যা'নসা'রে আ'ক্রা'ন্ত হন অভিনেত্রী। 

সেই সময় বিদেশেই ক্যানসারের চিকিৎসা শুরু হয়। ২০১৪ সাল থেকে লস অ্যঞ্জলসেই থাকতে শুরু করেন মালায়ালাম অভিনেত্রী মমতা মোহনদাস। ২০১১ সালে বাহারিনের এক ব্যবসায়ী প্রজিত পদ্মানভ্যানের সঙ্গে বিবাহিত জীবনের নতুন জার্নি শুরু করেন মমতা মোহনদাস। 

তবে খুব বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। ২০১৩ সালেই আলাদা হয়ে যায় মমতা-প্রজিতের পথ। এরপর সিঙ্গলই রয়েছেন অভিনেত্রী। ১৪ নভেম্বর ১৯৮৪ সালে কেরালার কান্নুর জেলায় জন্মগ্রহণ করেন মমতা মোহনদাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে