মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০৭:১৮:৪৮

অবশেষে জানা গেল, কবে বাংলাদেশে আসছেন মেসিরা

অবশেষে জানা গেল, কবে বাংলাদেশে আসছেন মেসিরা

স্পোর্টস ডেস্ক : অবশেষে জানা গেল, কবে বাংলাদেশে আসছেন মেসিরা! লিওনেল মেসিসহ জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাজয়ী আর্জেন্টিনা ফুটবল দল। এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

এর আগে ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

গত মাসে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা এলে তাদের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে গত মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।’

আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চেষ্টা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়। 

আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ। 

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা দল। এসেছিলেন তখনকার তরুণ মহাতারকা লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে