শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৭:২২

পার্টিতে স্ত্রী গৌরীকে পাত্তাই দিলেন না, একাই হেঁটে বেড়ালেন শাহরুখ

পার্টিতে স্ত্রী গৌরীকে পাত্তাই দিলেন না, একাই হেঁটে বেড়ালেন শাহরুখ

বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ় দিচ্ছেন গৌরী খান এবং আরিয়ান খান। স্ত্রী এবং ছেলেকে না দেখেই অন্য দিকে এগিয়ে গেলেন শাহরুখ খান। একবারের জন্যও এলেন না ক্যামেরার সামনে। এমনই এক অপ্রত্যাশিত মুহূর্ত ফ্রেমবন্দি হল। 

উপলক্ষ ছিল অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট পার্টি। আলো ঝলমলে চতুর্দিক। উপস্থিত হয়েছিলেন মায়ানগরীর প্রত্যেকে। বড় বড় সব তারকা ছিলেন সেখানে। প্রত্যেকেই এসে এক বার করে ক্যামেরার সামনে পোজ় দিচ্ছিলেন। তেমনই সাদা লেহঙ্গায় উপস্থিত হয়েছিলেন গৌরী। আর ছেলে আরিয়ান ছিলেন কালো শেরওয়ানিতে। 

সাদা কালো মিশ্রণে মা-ছেলেকে দেখাচ্ছিল বেশ সুন্দর। আর সেই ছবির নেপথ্যে দেখা গেল শাহরুখকে। নিজের ম্যানেজারের সঙ্গে হেঁটে চলে যাচ্ছিলেন তিনি। এক বারের জন্যও ছেলে এবং স্ত্রীর দিকে এগিয়ে এলেন না তিনি!

স্ত্রী গৌরীকে পাত্তাই দিলেন না, পার্টিতে একা হেঁটে বেড়ালেন শাহরুখ। এই দৃশ্যই অবাক করেছে সকলকে। তবে কি তিনি খেয়াল করলেন না? না কি এই মুহূর্তের নেপথ্যে রয়েছে অন্য কাহিনি? কোনও কিছুই অবশ্য জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে