সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ০২:০৫:২৫

কত আয় করবে? শাহরুখের 'পাঠান' নিয়ে বিশেষজ্ঞের যে অনুমান!

কত আয় করবে? শাহরুখের 'পাঠান' নিয়ে বিশেষজ্ঞের যে অনুমান!

বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি বিগ স্ক্রিনে মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন প্যাকড মুভি পাঠান। ছবিকে ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। বেশরম গানের গেরুয়া মনোকিনি বিতর্ককে উড়িয়ে অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যেই নজির গড়েছে পাঠান। 

দেশ থেকে বিদেশ সর্বত্রই পাঠানের জয়জয়কার। শাহরুখ ভক্তরা ইতমধ্যেই পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য মুম্বইয়ের একটি হল পুরো হল বুক করে নিয়েছে তো কোথাও আবার ৫০ হাজার দর্শককে পাঠানের প্রথম শো দেখার সুযোগ করে দিচ্ছে। পাঠান ক্রেজ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন প্রথম পাঁচদিনে ভারতে ২০০ কোটি আর বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান।

একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতের বেশ কয়েকটি পপুলার সিনেমাহলে এক লাখের বেশী টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রথম দিনের টিকিট বিক্রির পরিমান দেখে অনুমান করা হচ্ছে পাঠানের দ্বিতীয় দিনে দুলাখ টিকিট বিক্রি হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শনিবার পর্যন্ত ১৪ কোটি টাকার অগ্রিম টিকিট বুকিং হয়েছে। দ্বিতীয় দিনে ৭.৫ কোটি টাকার বিক্রি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছ। সব মিলিয়ে ভারতে ২০ কোটির টাকার অগ্রিম টিকিট বুকিং হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঠানকে ঘিরে ভক্তদের উন্মাদনা দেখে মনে করা হচ্ছে প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ১৫০ থেকে ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবি। আর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম উইকেন্ডে ৩০০ কোটির মাইলস্টোন খুব সহজেই ছুঁয়ে ফেলতে পারবে। 

সূত্রের খবর, ২৫ জানুয়ারি পাঠান মুক্তির আগেই ১৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। তাই বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই ২০২২-এর ব্লকব্লাস্টার ব্রহ্মাস্ত্রের অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে (Pathaan Vs Brahmāstra Advance Ticket Booiking)। পাঠানের তেলুগু আর হিন্দি ভার্শনের টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ২৫ জানুয়ারি পাঠান মুক্তির প্রথম দিনই ৪০ কোটির ব্যবসা করে ফেলবে। শাহরুখের ফিল্মি কেরিয়ারের অন্যতম বিগেস্ট হিট হ্যাপি নিউ ইয়ার মুক্তির দিন ৪৫ কোটির ব্যবসা করেছিল। 

সেই হিসাবে পাঁচ কোটির ব্যবধানে পিছিয়ে রয়েছে শাহরুখের ছবি। ২৫ জানুয়ারি পাঠান মুক্তির পরই আসল চিত্রটা সামনে আসবে। অয়নের ব্রহ্মাস্ত্রের রেকর্ড ভাঙতে পারল সিদ্ধার্থের পাঠান? নাকি শাহরুখ তাঁর নিজের ছবি হ্যাপি নিউ ইয়ারকে টেক্কা দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে পাঠান।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে