বিনোদন ডেস্ক: শাহরুখ-দীপিকা ঠিক করেছিলেন ‘পাঠান’ ছবি নিয়ে সংবাদমাধ্যমকে কোনও সাক্ষাৎকার দেবেন না। বলা চলে, এটাই ছিল বিতর্কের বিরুদ্ধে শাহরুখ ও দীপিকার নিশব্দ বিপ্লব। তবে আর চুপ থাকলেন না।
ছবি মুক্তির ঠিক আগের দিন দীপিকা প্রকাশ্যে মুখ খুললেন ‘বেশরম রং’ ও বিকিনি নিয়ে। সম্প্রতি যশরাজ প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে দীপিকার মুখে উঠে এলো বিকিনি বিতর্ক। তবে কড়া ভাষায় নয়, বরং বুদ্ধিদীপ্ত উত্তরে দীপিকা বুঝিয়ে দিলেন এসব বিতর্কের মানেই হয় না। এগুলো এড়িয়ে চলাই ভাল।
ভিডিওতে দেখা গিয়েছে দীপিকার কাছে প্রশ্ন রাখা হয়েছে বিকিনি নিয়ে। সেই প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, বেশরম গানটা শুট করা হয়েছে স্পেনে। এটা একটা পার্টি সঙ। গানটা দেখে যতটা উষ্ণ লাগছে, শুটটা ততটা সহজ ছিল না।
দীপিকার কথায়, ‘গানটা দেখে মনে হচ্ছে দারুণ আরামে শ্যুটিং হয়েছে। কিন্তু সেটা একেবারেই নয়। তীব্র হাওয়া, কনকনে ঠান্ডায় বিকিনিতে শুটিং করা বেশ কষ্টকর। তবে ছবিতে গানটা দেখে উল্টোটাই মনে হবে।’
এর আগে ছবির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। আজ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’।