বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩০:৫৮

এ কি হয়ে গেল? পাঠান সিনেমার নির্মাতাদের মাথায় হাত!

এ কি হয়ে গেল? পাঠান সিনেমার নির্মাতাদের মাথায় হাত!

বিনোদন ডেস্ক: সুপারহিট ফার্স্ট ডে ফার্স্ট শো। কাকভোরে পাঠানের প্রথম শো দেখতে সিনেমাহলের বাইরে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। আর সেই শো শেষ হতে না হতেই টেলিগ্রামে বেরিয়ে গেল সিনেমার HD কোয়ালিটি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার সকাল থেকে হু-হু করে ছড়িয়ে পড়ে এই লিকড ভার্সন। 

টেলিগ্রামের একাধিক সিনেপ্রেমীদের গ্রুপে দেদার শেয়ার হতে থাকে সেটি। হাজার কড়াকড়ি-চোখরাঙানি কিংবা নির্মাতাদের থেকে অনুরোধই সার, কোনওভাবেই আটকানো গেল না পাঠানের পাইরেসি। জানা গিয়েছে, কেবলমাত্র টেলিগ্রামই নয়, Tamilrockers অনলাইন ওয়েবসাইটেও চলে এসেছে। 

এর আগে মঙ্গলবার রাতেই পাঠান লিক করা হয়েছিল Filmyzilla and Filmy4wap, এই দুই ওয়েবসাইটে। এ কি হয়ে গেল? পাঠান সিনেমার নির্মাতাদের মাথায় হাত! অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। শাহরুখ-দীপিকা অভিনীত পাঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফ্যানেরা। 

কিন্তু, ছবি মুক্তির আগেই স্পয়লার চলে আসে নেট মাধ্যমে। আর তাতেই বেজায় চটেছেন নির্মাতারা। এর আগেও একাধিকবার ছবি পরিচালক সিদ্ধার্থ আনন্দসহ গোটা টিমের পক্ষ থেকে ভক্তদের কাছে পাইরেসি থেকে দুরে থাকার আর্জি জানানো হয়েছিল। 

কিন্তু, সেই অনুরোধের তোয়াক্কা না করেই একাধিক ওয়েবসাইটে লিক করা হল পাঠানের পাইরেটেড ভার্সন। হলমুখী জনতাও ক্ষেপে লাল। কোনওভাবেই যাতে স্পয়লার নেটপাড়ায় না ছড়ানো হয়, তার জন্যও অনুরোধ করা হচ্ছে সর্বত্র। যদিও অনলাইন পাইরেটেড সাইটগুলি থেকে দেদার ডাউনলোড হচ্ছে পাঠান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে