মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০৩:২৬

গভীর রাতে থানায় ছুটে গেলেন শ্রাবন্তী!

গভীর রাতে থানায় ছুটে গেলেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ক্যারিয়ারজুড়েই বিভিন্ন ঘটনায় আলোচিত ছিলেন তিনি। সম্প্রতি মায়ের সঙ্গে চর্চিত হয়ে উঠল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের নাম। তার জেরে গভীর রাতে ছেলেকে নিয়ে থানায় যান মা শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়ান ঝিনুক। প্রতিবেশীও বসে থাকেননি। সর্বশক্তি নিয়ে হামলা করেন তার ওপর। নায়িকার ছেলে বলে যে সাত খুন মাফ না— তারা বুঝিয়ে দিতে চেয়েছিলেন তাকে।

দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকেন শ্রাবন্তী ও তার ছেলে। একই বাড়িতে ভাড়া থাকেন টলিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। ওই বাড়িরই আরেক প্রতিবেশীর ছেলের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন ঝিনুক। একপর্যায়ে তার ওপর চড়াও হয় প্রতিপক্ষ।

ছেলের ওপর এমন আক্রমণ মানতে পারেননি মা শ্রাবন্তী। গভীর রাতে অন্ধকারেই ফোঁস ফোঁস করতে করতে গিয়ে হাজির হন প্রতিবেশীর বাড়ি। পরে সেখান থেকে চলে যান সোজা থানায়। এ সময় সঙ্গে ছিলেন নায়িকার বর্তমান প্রেমিক ও শরীরচর্চার প্রশিক্ষক অরজিৎ ঘোষাল।

শ্রাবন্তীর প্রতিপক্ষও হাত-পা গুটিয়ে বসে থাকেননি। তারাও চলে যান আনন্দপুর থানায়। সেখানেও একহাত হয় দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে ঘটনার লাগাম টানতে এগিয়ে আসে ওই থানার পুলিশ। তাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে মিটমাট হয়। ফলে মামলা মোকদ্দমায় না জড়িয়ে বাড়ি ফিরে আসে উভয়পক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে