মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২৬:৩৪

যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি: ক্যাটরিনা

 যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে ‘নেভার হ্যাভ আই এভার’ গেম এ অংশ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। ফাঁস করেছেন জীবনের নানা অজানা কথা। এ বছর তাদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করেছেন এই অভিনেত্রী। এছাড়াও মজার খেলায় অংশ নিয়েছিলেন তিন তারকা।

ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র ইনস্টাগ্রাম পেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে তিন তারকাকে একসঙ্গে খেলতে দেখা গেছে।

প্রথম প্রশ্ন উঠতেই, ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও কিন্তু ক্যাটরিনা তাকে বাধা দিয়ে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন বুদ্ধি এসেছে আমি আর কখনই করব না।'

কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না। এরপরই এক চামচ কেক খেয়ে নেন ক্যাটরিনা। পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুর। কেক খাননি, তবে তিনিও ক্যাটরিনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হন- এ কাজ আর কখনো করবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে