মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ০৮:১৫:৫৩

বলিউডের চরম হাড়কিপ্টে ৫ তারকা

বলিউডের চরম হাড়কিপ্টে ৫ তারকা

বিনোদন ডেস্ক : আমাদের রোজকার জীবনে এমন বহু মানুষের সঙ্গে দেখা হয়, যারা প্রচণ্ড টাকা বাঁচিয়ে চলতে পছন্দ করেন। আমরা প্রায়শয়ই তাঁদের ‘কিপ্টে’ বলে খোঁটাও দিয়ে থাকি। তবে জানেন, বলিউডের অন্দরেও এমন বহু তারকা রয়েছেন যারা চরম কিপ্টে। সেই তারকাদের হাত থেকে দু’পয়সা গলানো নাকি প্রচণ্ড শক্ত। আজকের এই প্রতিবেদনে বলিউডের হাড়কিপ্টে ৫ তারকার নাম তুলে ধরা হল।

শাহরুখ খান : বলিউডের ‘বাদশা’ বলা হয় তাঁকে। এক একটি ছবির জন্য ১০০ কোটি টাকা করে পারিশ্রমিক নেন শাহরুখ। সেই অভিনেতা বাস্তব জীবনে নাকি প্রচণ্ড কিপ্টে। শোনা যায়, ফালতু খরচ শাহরুখের একেবারেই পছন্দ নয়। বরং বুঝেশুনে টাকা বিনয়োগ করতেই ভালোবাসেন তিনি। তবে কিপ্টে হলেও, বাড়ি আসা অতিথিদের আপ্যায়নে কিন্তু কোনও ত্রুটি রাখেন না ‘কিং খান’।

কাজল : এই তালিকায় যেমন ‘কিছ কুছ হোতা হ্যায়’র রাহুলের নাম রয়েছে, তেমনই রয়েছে অঞ্জলির নামও। হ্যাঁ, নব্বইয়ের দশকের এই নামী অভিনেত্রী কয়েকশো কোটির মালকিন। তাঁর স্বামী অজয় দেবগণও বলিউডের বড় সুপারস্টার। তবে তা সত্ত্বেও, এখনও নাকি দোকানে গিয়ে দর কষাকষি করেন কাজল। করণ জোহর তো প্রকাশ্যেই তাঁকে বহুবার ‘কিপ্টে’ বলে অভিহিত করেছেন। তবে অজয়ের নাকি কাজলের এই গুণ বিশেষ পছন্দের। কারণ তাঁর মতে, এই কারণে তাঁর প্রচুর টাকা বেঁচে যায়।

সালমান খান : বলিউডের নামী অভিনেতা সলমন এক একটি সিনেমার জন্য ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও ‘বিগ বস’ সঞ্চালনার জন্যেও কয়েকশো কোটি টাকা নেন তিনি। সেই সলমনও প্রচণ্ড কিপ্টে। বলিউডের এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও সেই কারণে কোনও বড় বাংলোয় নয়, বরং বাবা-মায়ের সঙ্গে দু কামরার ফ্ল্যাটে থাকেন ভাইজান। তবে নিজের পিছনে টাকা খরচ না করলেও, অনুদানের জন্য কখনও কিপ্টেমি করেন না তিনি।

জন আব্রাহাম : বলিউডের অন্যতম সফল নায়ক জন আব্রাহামের নামও এই তালিকায় রয়েছে। শোনা যায়, এক একটি ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন জন। সেই অভিনেতা একেবারেই নিজের পিছনে ফালতু টাকা খরচ পছন্দ করেন না। মাঝেমধ্যেই তাঁকে একটি সাধারণ টি-শার্ট, প্যান্ট এবং হাওয়াই চটি পরে দেখা যায়। তবে জন নিজের পিছনে খরচ না করলেও স্ত্রীয়ের পিছনে দু’হাতে টাকা কহরচ করতে ভালোবাসেন।

সারা আলি খান : তালিকায় নাম রয়েছে নবাব নন্দিনী সারা আলি খানেরও। সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা নিজে মুখেই বহুবার বলেছেন, তাঁর ডিজাইনার পোশাক পরা একেবারেই পছন্দ নয়। ব্র্যান্ড দেখে পোশাক পছন্দ করা গোছের মানুষ নন তিনি।

মাঝেমধ্যেই ওনাকে স্থানীয় ছোট দোকান থেকেও পোশাক কিনতে দেখা যায়। সম্প্রতি সারার কাছের বান্ধবী জাহ্নবী জানিয়েছেন, সইফ কন্যা নাকি ঘুরতে গেলেও বাড়তি খরচ পছন্দ করেন না। এমনকি থাকার জন্যেও সস্তার হোটেল বুক করে সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes