বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:২৫:০৫

দেশে অভিযোগ, বিদেশে মামলা কী হবে শাকিবের

দেশে অভিযোগ, বিদেশে মামলা কী হবে শাকিবের

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নামকরা নায়ক শাকিব খান। ২০১৬ সালে তাকে নিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজ শুরু হয় অস্ট্রেলিয়ায়। কিন্তু কিছুদিন পরই বন্ধ হয়ে যায় এর কাজ। ছবিটি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি নানাভাবে শোনা গেলেও এবার প্রযোজক রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। 

একই সঙ্গে দিয়েছেন মামলার হুমকিও। তার অভিযোগ, ‘অপারেশন অগ্নিপথ’-এর একজন নারী সহ-প্রযোজকের শ্লীলতাহানি করেছিলেন শাকিব। ঢালিউডের পোস্টার বয় শাকিবের বিরুদ্ধে এটিসহ আরও কয়েকটি অভিযোগ এনে গতকাল তিনি একটি অভিযোগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। 

সেখানে তার দাবি, সে ঘটনায় শাকিবকে সেসময় অস্ট্রেলিয়ান পুলিশ আটকও করেছিল। চলচ্চিত্র শিল্পী সমিতিতে জমা দেওয়া অভিযোগপত্রে প্রযোজক লেখেন, “২০১৭ সালে পূর্বচুক্তি অনুযায়ী অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’-এর কাজে অস্ট্রেলিয়ায় আসেন। আমি সেই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক। 

তার মতো একজন বিখ্যাত অভিনেতাকে নিজের চলচ্চিত্রে অভিনয় করাতে পারব জেনে পুলকিত ছিলাম। চলচ্চিত্রটি মুক্তি পেলে ব্যবসা সফল হবে সেই বিশ্বাস ছিল। ‘অপারেশন অগ্নিপথ’ মুক্তি পেলে সেটি হতো অস্ট্রেলিয়ায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। আমার এবং এটার সঙ্গে সংশ্লিষ্ট সবার আশা ছিল ছবিটির হাত ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক নতুন একটি অধ্যায় রচিত হবে।”

রহমত উল্লাহ দাবি করেন, শাকিব শুটিংয়ে নিজের ইচ্ছামতো আসতেন। বলেন, ‘ব্যয়বহুল সেট বানিয়ে তার জন্য অপেক্ষা করতে হতো ইউনিটের। তিনি হয়তো শেষ বেলায় দু-এক ঘণ্টা অভিনয় করার জন্য আসতেন। এভাবে শুটিং না করেও সবার বেতন দিয়ে তারা শুধু আপেক্ষা করতেন শাকিব আসবেন বলে।’

তিনি অভিযোগপত্রে আরও  লেখেন, তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো বলেও অভিযোগপত্রে দাবি করা হয়। তিনি লেখেন, ‘আস্ট্রলিয়ায় শুটিং করতে এসে যদি শাকিব খান কোনো একটি ব্যাপারে নিয়মিত থেকে থাকেন, তবে তা হলো রমণীসঙ্গ। বলার অপেক্ষা রাখে না যে, এই যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরই দিতে হতো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে